ঢাকা, রবিবার ২৯, ডিসেম্বর ২০২৪ ২:৪৮:০০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বাড়লো পেঁয়াজের দাম, বর্তমান মূল্য কত? 

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:০৯ পিএম, ২ নভেম্বর ২০২৪ শনিবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

পাবনায় পেঁয়াজের দাম অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি পেঁয়াজের দাম বেড়েছে প্রায় ৪৫ টাকা। এতে চরম বিপাকে পরেছেন সাধারণ মানুষ।

অভিযোগ রয়েছে, কিছু অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে অস্বাভাবিকভাবে বেড়েছে পেঁয়াজের দাম। তবে মূলকাটা পেঁয়াজ বাজারে উঠতে শুরু করলে বাজার স্বাভাবিক হয়ে আসবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, মানভেদে পাবনায় প্রতি কেজি দেশি পেঁয়াজ পাইকারি দরে বিক্রি হচ্ছে ১৩০ টাকা থেকে ১৪৫ টাকায় এবং খুচরা মূল্য রয়েছে ১৪৫ থেকে ১৫০ টাকা পর্যন্ত। আর আমদানী করা ইন্ডিয়ান পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকা কেজি। যা গত দুই সপ্তাহে গড়ে প্রায় ৪৫ টাকা কমে বিক্রি হয়েছে।