ঢাকা, শুক্রবার ১৫, নভেম্বর ২০২৪ ০:০০:২৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আবারো মার্কিন নির্বাচনে দুই মুসলিম নারী জয়ী

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪৫ পিএম, ৬ নভেম্বর ২০২৪ বুধবার

বাঁয়ে ফিলিস্তিন বংশোদ্ভূত রাশিদা তালিব ও ডানে সোমালীয় বংশোদ্ভূত আমেরিকান নাগরিক ইলহান উমর।  ছবি: রয়টার্স

বাঁয়ে ফিলিস্তিন বংশোদ্ভূত রাশিদা তালিব ও ডানে সোমালীয় বংশোদ্ভূত আমেরিকান নাগরিক ইলহান উমর। ছবি: রয়টার্স

মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাট শিবির থেকে পুনরায় নির্বাচিত হয়েছেন দুই মুসলিম নারী ফিলিস্তিন বংশোদ্ভূত রাশিদা তালিব ও সোমালীয় বংশোদ্ভূত আমেরিকান নাগরিক ইলহান উমর। তারা আগে থেকেই কংগ্রেসের প্রথম ফিলিস্তিনি ও শরণার্থী মুসলিম নারী হিসেবে পরিচিত ছিলেন এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

রাশিদা তালিব, যিনি মিশিগান অঙ্গরাজ্যের ডিয়ারবর্ন শহরের আরব-আমেরিকান কমিউনিটির সমর্থনে নির্বাচিত হয়েছেন, টানা চতুর্থবারের মতো কংগ্রেসে ফের জয়লাভ করেছেন। ইলহান উমরও টানা তৃতীয়বারের মতো মিনেসোটার ৫ম ডিসট্রিক্ট থেকে নির্বাচিত হয়েছেন।

গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার কঠোর সমালোচক হিসেবে পরিচিত রাশিদা সম্প্রতি ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসকে ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে তার অবস্থানের জন্য সমর্থন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে, নির্বাচনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে ইলহান উমর তার সমর্থকদের ধন্যবাদ জানান এবং নির্বাচনী প্রচারে তাদের অক্লান্ত পরিশ্রমের কথা উল্লেখ করেন। তিনি লেখেন, “আমরা ১ লাখ ১৭ হাজার ৭১৬টি দরজায় কড়া নেড়েছি, ১ লাখ ৮ হাজার ২২৬টি ফোনকল করেছি এবং ১ লাখ ৪৭ হাজার ৩২৩টি বার্তা পাঠিয়েছি। এই বিজয় সেই সব মানুষের জন্য যারা একটি সুন্দর ভবিষ্যতের সম্ভাবনায় আস্থা রেখেছে।”

উল্লেখ্য, ইলহান ও রাশিদা উভয়ই ডেমোক্র্যাট পার্টির প্রগতিশীল গ্রুপ ‘দ্য স্কোয়াড’-এর সদস্য। তবে এই গ্রুপের অন্য দুই সদস্য, জামাল ব্যোম্যান ও কোরি বুশ, নিজেদের প্রাথমিক নির্বাচনে পরাজিত হন। তাদের প্রতিদ্বন্দ্বীরা ইসরায়েলপন্থি সংগঠন আমেরিকান-ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটির (এআইপিএসি)-এর সদস্য।  এআইপিএসি মার্কিন নির্বাচনে ফিলিস্তিনপন্থিদের প্রতিরোধে প্রায় ১০০ মিলিয়ন ডলার ব্যয় করেছে।