ঢাকা, বৃহস্পতিবার ১৪, নভেম্বর ২০২৪ ১২:৫৭:৩৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শপথ নিলেন নতুন ৩ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:২১ পিএম, ১০ নভেম্বর ২০২৪ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নতুন আরও তিনজন শপথ নিয়েছেন আজ রোববার। তারা হলেন ব্যবসায়ী শেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বঙ্গভবনে তাদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দীন।

দেশের শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠী আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন।

নতুন উপদেষ্টা-সহ এখন উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা ২৪ জনে দাঁড়িয়েছে।

সকাল থেকেই জল্পনা ছিল পাঁচজন নতুন উপদেষ্টা হতে পারেন। একই সাথে তাদের জন্য গাড়িও প্রস্তুত রাখার খবর জানা যায়।

কিন্তু সন্ধ্যায় মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ মিডিয়াকে তিনজন উপদেষ্টার শপথ নেয়ার কথা জানান।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত পাঁচই অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আটই অগাস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয়।

প্রথম দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে ১৬ জন এবং দ্বিতীয় দফায় আরও চারজন উপদেষ্টা সরকারে যুক্ত হয়েছেন। প্রধান উপদেষ্টাকে নিয়ে এতদিন উপদেষ্টা পরিষদে ছিলেন ২১ জন।