ঢাকা, শনিবার ২৮, ডিসেম্বর ২০২৪ ১২:৫৯:৩৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

১ লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার 

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৩ এএম, ১২ নভেম্বর ২০২৪ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মরক্কো, সৌদি আরব থেকে পৃথক চারটি ক্রয় প্রস্তাবের মাধ্যমে এক লাখ ২০ হাজার মেট্রিক টন সার আমদানি করবে কৃষি ও শিল্প মন্ত্রণালয়।

কৃষি মন্ত্রণালয় মরক্কো থেকে ৮ম লটে ৩০ হাজার মেট্রিক টন টিএসপি, শিল্প মন্ত্রণালয় ষষ্ঠ লটে সৌদি আরব থেকে ৩০ হাজার মেট্রিক টন গ্র্যানুলার ইউরিয়া সার, ৭ম লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো) থেকে ৭ম লটে ৩০ হাজার মেট্রিক টন গ্র্যানুলার ইউরিয়া সার কিনবে। এতে মোট ব্যয় হবে ৫৪৬ কোটি ৯৩ লাখ টাকা।

দেশের কৃষি উৎপাদনে টিএসপি সারের চাহিদা মেটানোর লক্ষ্যে বিএডিসির মাধ্যমে মরক্কোর রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ওসিপি নিউট্রিক্রাপস থেকে রাষ্ট্রী চুক্তির আওতায় ২০২৮-২০০৯ অর্থ বছরে থেকে টিএসপি সার আমদানি করা হচ্ছে। নিরাপত্তা মজুদসহ বাংলাদেশে টিএসপি সারের বার্ষিক চাহিদা প্রায় ৯ লাখ ৫০ হাজার মেট্রিক টন। এরমধ্যে বিএডিসি রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে ৪ লাখ ৫০ হাজার মেট্রিক টন পিএসপি সার সরবরাহ করে। তাছাড়া, বিসিআইসি প্রায় ১ লাখ মেট্রিক টন টিএসপি সার উৎপাদন করে। চাহিদার অবশিষ্ট প্রায় ২ লাখ মেট্রিক টন সার বেসরকারি পর্যায়ের মাধ্যমে সরবরাহ করা হয়। এছাড়া, বিএডিসিতে নিরাপত্তা মজুদ হিসেবে ২ লাখ মেট্রিক টন টিএসপি সার মজুদ রাখতে হয়। টিএসপি সারের সরবরাহ নিশ্চিত করতে সারের আন্তর্জাতিক দর নির্ণয় পদ্ধতি অনুসরণ করে প্রতি মেট্রিক টন টিএসপি সারের দাম পড়বে ৪১৫ মার্কিন ডলার। সে হিসাবে মরক্কো থেকে ৩০ হাজার মেট্রিক টন সার আমদানিতে বাংলাদেশি মুদ্রায় মোট ব্যয় হবে ১৪৯ কোটি ৪০ লাখ টাকা।

শিল্প মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৪-২০২৫ অর্থবছরে সৌদি আরবের সার্বিক এগ্রি-নিউট্রিয়েন্ট কেম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ সারের পারিমাণ ৩ লাখ মেট্রিক টন এবং আপদকালীন ও জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য অপশনাল ২ লাখ ৪০ হাজার মেট্রিক টনসহ ৫ লাখ ৪০ হাজার মেট্রিক টন। সৌদি আরব থেকে জি টু জি চুক্তির আওতায় ২০০৭ সাল থেকে ইউরিয়া সার আমদানি শুরু হয়। তারই ধারাবাহিকতায় প্রতি বছর চুক্তি সাক্ষর করে ইউরিয়া সার আমদানি করা হচ্ছে। সৌদি আরবের সাবিহ থেকে ৬ষ্ঠ লটে প্রতি মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার ৩৮২.৬৭ মার্কিন ডলার হিসাবে ৩০ হাজার মেট্রিক টন সার আমদানিতে বাংলাদেশি মুদ্রায় মোট ব্যয় হবে ১৩৭ কোটি ৭৬ লাখ ১২ হাজার টাকা।

এছাড়া, ৭ লটে সৌদি আরবের সাবিক অ্যাগ্রা-নিউট্রিয়েন্ট কোম্পানি থেকে ৭ম লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানি করা হবে। প্রতি মেট্রিক টনের দাম ৩৭০.৮৩ মার্কিন ডলার হিসাবে ৭ম লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানিতে বাংলাদেশি মুদ্রায় মোট ব্যয় হবে ১৩৩ কোটি ৪৯ লাখ ৮৮ হাজার টাকা।