ঢাকা, বৃহস্পতিবার ২১, নভেম্বর ২০২৪ ২১:২৯:২৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

গাজীপুরের তিন স্থানে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৭ পিএম, ১৩ নভেম্বর ২০২৪ বুধবার

নানা দাবি-দাওয়া আদায়ে বিক্ষোভ করছেন শ্রমিকরা (ফাইল ফটো)

নানা দাবি-দাওয়া আদায়ে বিক্ষোভ করছেন শ্রমিকরা (ফাইল ফটো)

আবারও বেতনের দাবিতে রাস্তায় নেমে আন্দোলন করছেন গাজীপুরের পোশাক শ্রমিকরা। শ্রমিকরা এখন মালিক পক্ষের সাথে বৈঠক করছে বলে জানা গেছে।

শিল্প পুলিশের টঙ্গী জোনের এডিশনাল এসপি মইনুল হক আজ বুধবার বেলা ১১টার দিকে জানান, আজ গাজীপুরের তিনটি জায়গায় বিক্ষোভ চলছে।

টঙ্গীসহ বাকি দুই স্থান হল, চক্রবর্তী ও বাঘের বাজার।

মইনুল হক বলেন, আজ সকাল নয়টা থেকে আনুমানিক দেড় ঘণ্টা ধরে টেক্স ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকরা চলতি মাসের বেতনের দাবিতে রাস্তা অবরোধ করে আন্দোলন করছিলেন।

পরে তাদের রাস্তা থেকে সরিয়ে কারখানার ভেতরে নিয়ে আসা হয়। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, এই কারখানার শ্রমিকরা এখন মালিক পক্ষের সাথে বৈঠক করছে।

মইনুল হক বলেন, চক্রবর্তী ও বাঘের বাজারেও দু’টো কারখানায় আন্দোলন চলছে। এক্ষেত্রে যেটা হয়, আন্দোলন শুরু হলে আশেপাশের কারখানার শ্রমিকরাও তাতে যুক্ত হয়। তবে মূল ঝামেলা হচ্ছে তিনটাতে।

তিনি আরও বলেন, মালিক বলেছিলো আগামীকাল বেতন দিবে। তবে শ্রমিকরা আজই চাইছে।