আহতদের দেখতে গিয়ে তোপের মুখে স্বাস্থ্য উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৫:২৮ পিএম, ১৩ নভেম্বর ২০২৪ বুধবার
আহতদের দেখতে গিয়ে তোপের মুখে স্বাস্থ্য উপদেষ্টা
অনুদানের টাকা ও সুচিকিৎসা নিশ্চিতের দাবিতে ঢাকার আগারগাঁও-শ্যামলী সড়ক অবরোধ করেছে জুলাই আন্দোলনে আহতরা। এসময় রাজধানীর শেরে-বাংলা নগরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) স্বাস্থ্য উপদেষ্টার গাড়িবহর ঘিরে আন্দোলনে তাদের বিক্ষোভ করতে দেখা গেছে।
আজ বুধবার হাসপাতালটির প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার আসলাম সাগর জানান, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম জুলাই আন্দোলনে আহতদের দেখতে হাসপাতালটিতে যান। কিন্তু প্রতিটি ফ্লোরের আহতদের না দেখেই তিনি ফিরে আসেন।
জানা গেছে সকালে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকসহ নিটোরে আহতদের দেখতে যান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এ সময় প্রোটকলে থাকা এক দায়িত্বরত ব্যক্তির বিরুদ্ধে রোগীকে ধাক্কা দেয়ার অভিযোগ ওঠে। এরপর শুরু হয় হট্টগোল। এ সময় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের অর্থ না পাওয়ারও অভিযোগ তোলেন অনেকে।
তোপের মুখে তখন দ্রুত হাসপাতাল ছাড়ার চেষ্টা করেন স্বাস্থ্য উপদেষ্টা ও ব্রিটিশ হাইকমিশনার। তবে বিক্ষোভকারীরা তাদের গাড়ি ঘিরে ধরেন। একপর্যায়ে হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের সহযোগিতায় তারা হাসপাতাল থেকে চলে যান। এরপর নিটোরের গেট বন্ধ করে রাস্তায় অবস্থান নেন বিক্ষোভকারীরা। এতে যানজট দেখা দেয়।
দুপুর দুইটা থেকে আড়াইটার দিকে এই আন্দোলন শুরু হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা। সবশেষ বেলা সাড়ে তিনটা পর্যন্ত রাস্তা থাকার কথা জানান তিনি। ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ উপস্থিত আছে।
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত কিছু ফুটেজে, হাসপাতাল প্রাঙ্গণের ভেতরে স্বাস্থ্য উপদেষ্টার গাড়ি আটকে এবং গাড়ির ওপর উঠে কয়েকজনকে ক্ষোভ জানাতে দেখা গেছে।