ঢাকা, সোমবার ১৮, নভেম্বর ২০২৪ ১৪:৪৬:৫১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

এবার ফ্রিজ উপহার পেল নারী ফুটবলাররা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩০ এএম, ১৮ নভেম্বর ২০২৪ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

টানা দ্বিতীয়বার সাফে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফেরার পর নারী ফুটবল দলের জন্য পুরস্কার ঘোষণা করেছিল ক্রীড়া মন্ত্রণালয়, বিসিবি ও বাফুফে। গতকাল সেই তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) এবং বাংলাদেশ সেনাবাহিনী। আজ ওয়ালটনের কাছ থেকে সংবর্ধনা পেল সাফজয়ীরা।

দীর্ঘ দিন ঘরে বাংলাদেশ নারী ফুটবলে পৃষ্ঠপোষকতা করে আসছে ওয়ালটন। তাই নারী ফুটবলারদের সম্মাননা জানিয়েছে প্রতিষ্ঠানটি। রোববার (১৭ নভেম্বর) বাফুফে ভবনে খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মকর্তা মিলিয়ে সাফ কন্টিনজেন্টের ৩২ সদস্যকে ফ্রিজ উপহার দিয়েছে ওয়ালটন।

এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে গিয়ে নিজেদের সমস্যার কথা জানিয়েছিলেন ফুটবলাররা। যেখানে উঠে আসে ফুটবলারদের গ্রামের উন্নয়ন প্রসঙ্গ। নারী ফুটবলারদের অনেকের বাড়ি দুর্গম এলাকায়। নাগরিক অনেক সেবা বেশ দুরহ, নেই বিদ্যুৎ।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক সাবিনা জানালেন,‌ আমাদের মধ্যে মনিকার বাড়িতে বিদ্যুৎ নেই। যার ফলে তার বাড়িতে ফ্রিজ ব্যবহার করার উপায়ও নেই। ওর বাড়ি যেতে এখনো দুই কিলোমিটার পথ কষ্ট করতে হয়।

এরপর ওয়ালটনের সিনিয়র নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন বলেন, আশা করব খুব দ্রুত তার বাড়িতে বিদ্যুতের ব্যবস্থা হবে। যারা ফ্রিজ নিতে চান না এর পরিবর্তে অর্থ গ্রহণ করতে পারবেন।

ওয়ালটন বিগত সময় নারী ফুটবলে টিভি ও অন্য সামগ্রী দিয়ে সম্মাননা দিয়েছে। এবার ফ্রিজ দিলেও একটু ভিন্ন পদ্ধতি অবলম্বন করছে। বাফুফে ভবনে সরাসরি ফ্রিজ হস্তান্তর হয়নি। পুরস্কারপ্রাপ্তরা যে যার সুবিধাজনক অবস্থানের নিকটস্থ ওয়ালটন শো রুম থেকে ফ্রিজ সংগ্রহ করতে পারবেন।

নারী ফুটবলারদের সম্মাননা অনুষ্ঠানে উঠে এসেছে আগামীর পথচলা ও নানা সমস্যার বিষয়। নারী ফুটবল উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ বলেন, আমরা নারী ফুটবলারদের আরও সুযোগ-সুবিধা দিতে চাই। এজন্য সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তা দরকার।