নভেম্বরের ১৭ দিনে ডেঙ্গুতে ১০০ জনের মৃত্যু
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৯:৫১ পিএম, ১৮ নভেম্বর ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
চলতি নভেম্বর মাসের ১৭ দিনে ডেঙ্গুতে ১০০ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১৫ জনে।
স্বাস্থ্য অধিদফতর থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭৯ হাজার ৯৮৪ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে গত মাসেই ভর্তি হয়েছেন ৩০ হাজার ৮৭৯ জন এবং চলতি মাসে ভর্তি হয়েছেন ১৮ হাজার ১৬৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন ২১ থেকে ২৫ বছর বয়সীরা। এ সংখ্যা ১২ হাজার ১৭৮।
তবে ডেঙ্গুতে বেশি মৃত্যু হয়েছে ২৬ থেকে ৩০ বছর বয়সী ব্যক্তিদের। এই বয়সী ৪০ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে।