ঢাকা, মঙ্গলবার ১৯, নভেম্বর ২০২৪ ২:৩৫:০৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আমীর হোসেন আমু ও তার মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০৪ পিএম, ১৮ নভেম্বর ২০২৪ সোমবার

সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, মেয়ে সুমাইয়া হোসেন

সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, মেয়ে সুমাইয়া হোসেন

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, মেয়ে সুমাইয়া হোসেনসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বাকি দুইজন হলেন মি. আমুর পিএস রাফেজা মজিদ, এপিএস ফকরুল মজিদ মাহমুদ কিরণ।

সোমবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন দুদকের একটি আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

এ দিন দুদকের উপ-পরিচালক রেজাউল করিম তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, আমির হোসেন আমুর বিরুদ্ধে ঘুস গ্রহণপূর্বক নিয়োগ বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে টিআর/ কাবিখাসহ সরকারি উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করে বিদেশে পাচারসহ নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আছে।

এ অভিযোগের অনুসন্ধান কার্যক্রম পরিচালনার জন্য টিম গঠন করেছে দুদক।

আবেদনে আরও বলা হয়েছে, আমু ও তার মেয়ে সুমাইয়া হোসেন, এপিএস ফকরুল মজিদ মাহমুদ এবং তার স্ত্রী রাফেজা মজিদ দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা প্রয়োজন।

উল্লেখ্য, গত ছয়ই নভেম্বর রাজধানীর ধানমন্ডি থেকে আমির হোসেন আমুকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পরদিন সাতই নভেম্বর তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। বারোই নভেম্বর রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।