ঢাকা, মঙ্গলবার ১৯, নভেম্বর ২০২৪ ১৮:১৫:৫৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

গোয়ায় জয়ার সঙ্গী হচ্ছেন মেহজাবীন

বিনোদন ডেস্ক  

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০০ পিএম, ১৯ নভেম্বর ২০২৪ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের গোয়ায় আগামী ২০ নভেম্বর বসবে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (ইফি) ৫৫তম আসর। এই উপমহাদেশের সিনেমার জন্য এই উৎসবটি বেশ মর্যাদাপূর্ণ। আগেই জানা গিয়েছিল, এবারের উৎসবের ইন্ডিয়ান প্যানারোমা বিভাগের ফিচার ফিল্ম শাখায় জায়গা পেয়েছে ভারতীয় বাংলা সিনেমা ‘ভূতপরী’। এতে প্রধান নারী চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন জয়া আহসান।
একই উৎসবে এবার জয়ার সঙ্গী হচ্ছেন দেশের আরেক তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ইফিতে বাংলাদেশি সিনেমা হিসেবে অংশ নিতে ডাক পেয়েছে ‌‘প্রিয় মালতী’। এই ছবির প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন।

সিনেমা অব দ্য ওয়ার্ল্ড বিভাগে প্রদর্শিত হবে ‘প্রিয় মালতী’, নিশ্চিত করেছেন এর পরিচালক শঙ্খ দাশগুপ্ত। সেইসঙ্গে তিনি এও জানান, বাংলাদেশের একমাত্র সিনেমা হিসেবে ইফিতে প্রতিনিধিত্ব করবে সিনেমাটি।

‘প্রিয় মালতী’ সিনেমাটিতে মধ্যবিত্ত লড়াকু নারীর গল্প উঠে এসেছে। সেই চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন। এরইমধ্যে সিনেমাটি বিভিন্ন দেশের উৎসবে অংশ নিয়ে ‘বাহবা’ পেয়েছে। সর্বশেষ গেল ১৫ নভেম্বর মিসরের ৪৫তম কায়রো চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছে ‘প্রিয় মালতী’র। প্রিমিয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্মাতা শঙ্খ দাসগুপ্ত, অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, প্রযোজক আদনান আল রাজীব ও হাবিবুর রহমান তারেক।

শঙ্খ দাসগুপ্ত জানান, উৎসবের আন্তর্জাতিক সিনেমা বিভাগে প্রতিযোগিতা করছে প্রিয় মালতী। কায়রো উৎসবে মোট চারটি প্রদর্শনী হবে সিনেমাটির। এবার ভারতের গোয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ইফিতেও আমন্ত্রণ পেয়ে উচ্ছ্বসিত সিনেমাটির টিম। শঙ্খ বলেন, ‘উপমহাদেশের গুরুত্বপূর্ণ এবং ভারতের সবচেয়ে বড় উৎসব ইফি। প্রতিবেশী দেশ হিসেবে আমাদের সংস্কৃতি ও অভিজ্ঞতার অনেক কিছুই এক। তাই সংস্কৃতির যে যোগাযোগটা হওয়া প্রয়োজন, সেটা প্রিয় মালতী দিয়ে করা সম্ভব বলে মনে করি।’

প্রসঙ্গত, জয়া অভিনীত ‘ভূতপরী’ সিনেমাটি পরিচালনা করেছেন সৌকর্য ঘোষাল। এতে জয়া ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুদীপ্তা চক্রবর্তী, শান্তিলাল মুখার্জি, অভিজিৎ গুহ প্রমুখ। চলতি বছরের ৯ ফেব্রুয়ারি সিনেমাটি পশ্চিমবঙ্গে মুক্তি পায়।

এদিকে শঙ্খ দাসগুপ্ত পরিচালিত ‘প্রিয় মালতী’ সিনেমায় মেহজাবীন ছাড়াও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভী রিজু প্রমুখ। চলতি বছরই দেশের প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তির পরিকল্পনা করা হচ্ছে বলে জানা গেছে।