কুড়িগ্রামে বাড়ছে শীতের প্রকোপ, তাপমাত্রা নামল ১৫.৬ ডিগ্রিতে
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:২৫ এএম, ২৪ নভেম্বর ২০২৪ রবিবার
সংগৃহীত ছবি
কুড়িগ্রামে শীতের তীব্রতা বাড়ছে। গত এক সপ্তাহ ধরে তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস থেকে ১৫.৬ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে।
রোববার (২৪ নভেম্বর) সকাল ৭টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
দিনের বেলা তাপমাত্রা সহনীয় থাকলেও রাত ও সকালে শীতের তীব্রতা বাড়ে, বিশেষ করে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত। এ সময় ঘন কুয়াশায় ঢাকা পড়ে বিস্তীর্ণ এলাকা। কুয়াশা ও শীতের কারণে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে প্রতিদিন।
এছাড়া, কুয়াশা ও শীতের কারণে খেতমজুর ও খেটে খাওয়া মানুষদের দৈনন্দিন কাজ করতে সমস্যা হচ্ছে। বিশেষ করে নদী তীরবর্তী চর ও দ্বীপ অঞ্চলের হতদরিদ্র মানুষরা শীতের কবলে পড়েছে।
কুড়িগ্রাম আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানিয়েছেন, চলতি মাসের শেষে বা ডিসেম্বরের প্রথম সপ্তাহে হিমেল বাতাস প্রবাহিত হতে পারে, যা শীতের তীব্রতা আরও বাড়িয়ে দেবে।