ঢাকা, বৃহস্পতিবার ০৫, ডিসেম্বর ২০২৪ ০:৫৪:৫৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিবিসির ১০০ প্রভাবশালী নারীর তালিকায় বাংলাদেশের রিক্তা

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:১৩ পিএম, ৩ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার

বাংলাদেশের সমাজকর্মী রিক্তা আক্তার বানু।

বাংলাদেশের সমাজকর্মী রিক্তা আক্তার বানু।

বিবিসির ২০২৪ সালের ১০০ প্রভাবশালী ও অনুপ্রেরণাদায়ক নারীর তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের সমাজকর্মী রিক্তা আক্তার বানু। তিনি উত্তরাঞ্চলের প্রত্যন্ত এক এলাকায় বিশেষ প্রতিভাবান বা অটিজমে আক্রান্ত শিশুদের নিয়ে কাজ করেন। আজ ব্রিটিশ এই সংবাদমাধ্যমটির ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়।

বিবিসি জানায়, বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি প্রত্যন্ত অঞ্চলে বাস করেন নার্স রিক্তা আক্তার বানু। যেখানে অটিস্টিক বা প্রতিবন্ধী শিশুকে অভিশাপ হিসেবে দেখা হয়। 

রিক্তা আক্তার সম্পর্কে তারা জানায়, নিজের অটিস্টিক এবং সেরিব্রাল পালসি আক্রান্ত মেয়েকে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করাতে পারেননি বলে তিনি নিজের জমি বিক্রি করে একটি স্কুল প্রতিষ্ঠা করেন।

‘রিক্তা আক্তার বানু লার্নিং ডিজেবিলিটি স্কুল’ এখন ৩০০ শিক্ষার্থী ভর্তি করে এবং এটি প্রতিবন্ধিতার প্রতি সমাজের মনোভাব পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। স্কুলটি প্রাথমিকভাবে অটিস্টিক বা শেখার প্রতিবন্ধকতা থাকা শিশুদের জন্য নির্মিত হলেও এখন এটি বিভিন্ন ধরণের বুদ্ধিমত্তা ও শারীরিক প্রতিবন্ধিতা থাকা শিশুদের জন্যও সেবা প্রদান করে। 

বিবিসির ২০২৪ সালের ১০০ নারীর তালিকায় স্থান পাওয়া উল্লেখযোগ্য অন্যদের মধ্যে আছেন শান্তিতে নোবেলজয়ী নাদিয়া মুরাদ, নভোচারী সুনীতা উইলিয়ামস, ধর্ষণের শিকার হওয়া জিসেল পেলিকট, মার্কিন অভিনেত্রী শ্যারন স্টোন, অলিম্পিক অ্যাথলেট রেবেকা আন্দ্রাদে প্রমুখ।