রাজধানীতে দোলনায় ফাঁস লেগে কিশোরীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:১৫ পিএম, ৪ ডিসেম্বর ২০২৪ বুধবার
সংগৃহীত ছবি
রাজধানীর বংশালে দোলনা বানিয়ে খেলার সময় গলায় ফাঁস লেগে ঝুমুর (১২) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে আগামাছি লেনের একটি বাসার দ্বিতীয়তলায় এ দুর্ঘটনা ঘটে। কিশোরীটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা মো. ইউসুফ বলেন, ঝুমুরসহ আরও কয়েকজন শিশু কাপড় দিয়ে দোলনা বানিয়ে খেলছিল। হঠাৎ কাপড়ের সঙ্গে গলা পেঁচিয়ে যায় ঝুমুরের। পরে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।