ঢাকা, শুক্রবার ০৪, এপ্রিল ২০২৫ ১১:৫৭:১৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শনিবার একই সারিতে থাকবে পৃথিবী-সূর্য-বৃহস্পতি

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৮ পিএম, ৬ ডিসেম্বর ২০২৪ শুক্রবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

আগামীকাল শনিবার (৭ ডিসেম্বর) পৃথিবী, সূর্য এবং বৃহস্পতি গ্রহ একই সরলরেখায় অবস্থান করবে। ফোর্বস ম্যাগাজিনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, শনিবার সারারাত আকাশে দৃশ্যমান থাকবে বৃহস্পতি গ্রহ। এই অবস্থানকে বলা হয় ‘জুপিটারর্স অপজিশন’।

ফোর্বসের তথ্য অনুযায়ী, শনিবার বৃহস্পতিকে দেখার জন্য এই সময়ের আগে-পরে এক মাস ধরে এই বিস্ময়কর ঘটনা পর্যবেক্ষণের সুযোগ থাকবে। এমনকি একটি ছোট টেলিস্কোপ বা সাধারণ দূরবীন দিয়েও এই গ্রহের সৌন্দর্য উপভোগ করা যাবে।

এমন বিরল মহাজাগতিক ঘটনা কেবল সৌরজগতের রহস্য ও সৌন্দর্যের প্রতি মানুষের কৌতুহল বাড়ায়।

বিজ্ঞানীরা বলেছেন, শুক্রবার পৃথিবী থেকে প্রায় ৬১১ মিলিয়ন কিলোমিটার বা ৩৮০ মিলিয়ন মাইল দূরে  থাকবে বৃহস্পতি। এই দূরত্বে বৃহস্পতিকে বেশ উজ্জল দেখাবে।