বর্ষীয়ান অভিনেত্রী সায়রা বানু গুরুতর অসুস্থ
বিনোদন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:২২ এএম, ৮ ডিসেম্বর ২০২৪ রবিবার
সংগৃহীত ছবি
বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী সায়রা বানু গুরুতর অসুস্থ। তার শারীরিক অবস্থা বেশ সংকটজনক। জানা গেছে, নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন তিনি। সায়রা বানুর হাঁটুতে দু’টি ব্লাড ক্লট ধরা পড়েছে। তবে এ ছাড়া আরও বেশ কিছু বার্ধক্যজনিত শারীরিক সমস্যার কারণে চিকিৎসা চলছে তার।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কয়েক বছর থেকে সায়রা বানুর শারীরিক অবস্থা ভাল নেই। বাড়িতে তিনি ঠিক মতো চলাফেরাও করতে পারছেন না। আপাতত বাড়িতেই চিকিৎসকদের কড়া নজরে রয়েছেন তিনি। তাকে হাসপাতালে ভর্তি করা হবে কিনা, তা সিদ্ধান্ত নেয়া হয়নি।
ভারতের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের স্ত্রী তিনি। তার থেকে বয়সে ২২ বছরের ছোট ছিলেন সায়রা বানু।
তার মিষ্টি চেহারা নিয়ে বলিউডে সেই সময় নানা কথা। দিলীপ কুমারেরও চোখ এড়িয়ে যায়নি। সায়রার মিষ্টি স্বভাবে অল্প হলেও মন মজেছিল দিলীপ কুমারের। জানা যায়, প্রথম দেখাতে নাকি সায়রার ভূয়সী প্রশংসা করেছিলেন দিলীপ। আর তা শুনে সায়রা একেবারেই লজ্জায় লাল। সেই প্রথম আলাপের পরেই প্রেমের সূত্রপাত।
১৯৬৬ সালের ১১ অক্টোবর সায়রার সঙ্গে বিয়ে করেন দিলীপ কুমার। তখন সায়রার বয়স ২২, দিলীপ কুমারের ৪৪। দিলীপ কুমার তার বায়োগ্রাফিতে লিখেছিলেন, সায়রার গর্ভে এসেছিল সন্তান। তবে সন্তানধারণের পর সায়রা অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসক বাঁচাতে পারেনি দিলীপ-সায়রার সন্তানকে।
ঠিক এই ঘটনার পরেই দিলীপ কুমার ১৯৮১ সালে ফের বিয়ে করেন। যা কিনা টিকে ছিল মাত্র দু’বছর। প্রেমের টানে ফের সায়রার কাছেই ফিরে আসেন তিনি। বায়োগ্রাফিতে দিলীপ জানিয়েছেন, দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল।
২০২১ সালে দিলীপ কুমারের মৃত্যুর পর থেকেই একাধিকবার অসুস্থ হয়েছেন সায়রা। মাত্র ১৭ বছর বয়সে ১৯৬১ সালে শাম্মি কাপুরের বিপরীতে রোম্যান্টিক ক্লাসিক সিনেমা ‘জঙ্গলি’র মাধ্যমে ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করেন অভিনেত্রী।