ইরানে নারীদের জন্য বিশেষ ফ্লাইট চালু
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:৫১ এএম, ২৩ ডিসেম্বর ২০২৪ সোমবার
ইরানে নারীদের জন্য বিশেষ ফ্লাইট চালু। ছবি: সংগ্রহীত
ইরানে প্রথমবারের মতো নারীদের জন্য বিশেষ একটি ফ্লাইট মাশহাদ শহরে পৌঁছেছে। এই ঐতিহাসিক ফ্লাইটটি পরিচালনা করেছে আসমান এয়ারলাইন্স। ইরানের প্রখ্যাত নারী পাইলট শেহরজাদ শামস এই ফ্লাইটটি পরিচালনা করেছেন।
ইরান বানু (ইরান লেডি) নামে পরিচিত এই ফ্লাইটে ১১০ জন যাত্রী ছিলেন। এটির গন্তব্য ছিল মাশহাদ শহরের হাসেমিনেজাদ আন্তর্জাতিক বিমানবন্দর, যা ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর এবং শিয়া ইসলাম ধর্মের পবিত্র স্থান ইমাম রেজার মাজারের জন্য বিখ্যাত।
এই ফ্লাইটটি নারীদের জন্য পরিচালিত প্রথম বিমানযাত্রা, যেখানে শুধুমাত্র নারী যাত্রী ও কর্মী ছিল।
ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, এই ফ্লাইটের পর্দা ফেলার সঙ্গে সঙ্গে মাশহাদে নারীদের জন্য পরিচালিত প্রথম ফ্লাইটের ইতিহাস লেখা হলো।
এটি ইরানী নারীদের জন্য বিশেষ একটি উপলক্ষ্য, কারণ ফ্লাইটটি ফাতিমা আল-জাহরা (র.)-এর জন্মবার্ষিকীর সঙ্গে মিল রেখে পরিচালিত হয়। ফাতিমা মুসলিমদের শেষ নবী হযরত মোহাম্মদ (সা:)-এর কন্যা ছিলেন।
ইরানের বিমান চলাচল খাতে কিছু নারী পাইলট কাজ করছেন। তবে এখনো এটি বিরল ঘটনা। ২০১৯ সালের অক্টোবরে, নেশাত জাহানদারি এবং ফরোজ ফিরোজি নামের দুই নারী পাইলট ইরানে প্রথমবারের মতো একটি যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা করেছিলেন।
এই বিশেষ ফ্লাইটটি নারীদের ক্ষমতায়ন এবং সমান অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে একটি বড় পদক্ষেপ হিসেবে গণ্য হচ্ছে।