স্বামীসহ সাবেক এমপি হেনরীর বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৯:৫২ পিএম, ২৩ ডিসেম্বর ২০২৪ সোমবার
স্বামীসহ সাবেক এমপি হেনরীর বিরুদ্ধে মামলা ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) জান্নাত আরা হেনরী ও তার স্বামী শামীম তালুকদারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে এ মামলা করা হয়।
সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, ঢাকায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেছেন সংস্থার সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ।
দুদক মহাপরিচালক জানান, সাবেক এমপি জান্নাত আরা হেনরী ৫৭ কোটি ১৩ লাখ ৭ হাজার ২২৩ টাকা এবং তার স্বামী শামীম তালুকদার ২০ কোটি ৪৭ লাখ ৩৩ হাজার ২১৫ টাকা অবৈধ সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন বলে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে।
এছাড়া তারা ৩৫টি ব্যাংক হিসাবের মাধ্যমে ২ হাজার ২ কোটি ৬৬ লাখ ৬৬ হাজার ৫৭৭ টাকা এবং ১৩ কোটি ৭৮ লাখ মার্কিন ডলারের সন্দেহজনক লেনদেন করেন। এর মাধ্যমে মানিলন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ দুর্নীতি ও ঘুষের মাধ্যমে পাওয়া অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করেছেন এ দম্পত্তি।
অর্থ রূপান্তর, হস্তান্তর ও স্থানান্তর করে দুদক আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন হেনরী ও তার স্বামী। অন্যদিকে, শামীম তালুকদারের ব্যাংক হিসাবে ৩৬০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুদক।