ঢাকা, বুধবার ২৫, ডিসেম্বর ২০২৪ ১৯:২৬:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ঢাকায় জেঁকে বসেছে শীত, নাকাল জনজীবন

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৮ এএম, ২৪ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আবহাওয়ার পরিবর্তনে নাকাল জনজীবন। এই শীতে সবচেয়ে বেশি ভুক্তভোগী নিম্ন আয়ের মানুষ। শীতের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে কুয়াশাও। এতে বিঘ্ন ঘটছে যান চলাচলে, বাড়ছে দুর্ঘটনার সংখ্যা।

রাজধানীতে পৌষের শুরুতেই জেঁকে বসেছে শীত। বিশেষ করে সূর্য ডোবার পর থেকে ঠান্ডার অনুভূতি বেড়ে যায় কয়েকগুণ। বছরের শুরুর শীতেই কাবু হয়েছেন পঞ্চাশোর্ধ রিকশাচালক মজনু মিয়া। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে শীতের কষ্ট; কমেছে সহ্য ক্ষমতাও।

মজনু মিয়া বলেন, ‘অনেক শীত। খুবই ঠান্ডা লাগছে। সহ্য করার মতো না। বাঁচার কারণে তো চলতে হবে। এ ছাড়া উপায় নেই।’
 
মজনু মিয়ার মতো খেটে খাওয়া মানুষদের শীতের সঙ্গে রাতভর যুদ্ধে নিতে হচ্ছে আগুনের উত্তাপ। পৌষের শুরুর শীত তাদেরকে ভাবনায় ফেলেছে আসন্ন মাঘ মাস নিয়ে। আর রাস্তার ধারে যাদের সংসার সেইসব ছিন্নমূল মানুষের ভোগান্তি উঠেছে চরমে।
 
তারা বলছেন, গত বছরের চেয়ে এ সময়টাতে শীত বেশি পড়েছে। পৌষেই এ অবস্থা! সামনে তো মাঘ মাস রয়েই গেছে। কী হয়, কে জানে!
 
এদিকে আবহাওয়ার এই পরিবর্তন রাতভর শীতের সঙ্গে এনেছে কুয়াশাও। এতে বিঘ্ন ঘটছে যান চলাচলে, বাড়ছে দুর্ঘটনা।
 
গাড়ির চালকরা বলছেন, আবহাওয়া অফিস বলছে, চলতি বছরের শেষ এবং নতুন বছরের শুরুর সময়জুড়ে ২ থেকে ৩টি শৈত্যপ্রবাহ আসতে পারে।