ঢাকা, রবিবার ০৫, জানুয়ারি ২০২৫ ৪:০৫:৪৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মাঠ পর্যায়ের প্রশাসনই আসল সরকার: ইউনূস

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০১ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৪ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মাঠ পর্যায়ের প্রশাসনই আসল সরকার বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি ২০২৪ এর অভ্যুত্থানের উদ্দেশ্য ধারণ করে কাজ করতে মাঠ প্রশাসনের প্রধান কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় অনুষ্ঠানে এ আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

অভ্যুত্থানের উদ্দেশ্য ধারণ করে কাজ করার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ২০২৪-এর অভ্যুত্থানের উদ্দেশ্য ধারণ করে কাজ করতে হবে। সরকারের কার্যক্রমে মানুষ যেন বুঝতে পারে পরিবর্তন হয়েছে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার সবার অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। তাই মাঠ পর্যায়ে বিভিন্ন প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের মনোযোগী হতে হবে।

সভায় প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, পুলিশের যারা দোষী তাদের শাস্তি হোক। যারা নির্দোষ তারা যেন তাদের কাজ করতে পারে। আমরা চাই শান্তি-শৃঙ্খলা আগের মতো নয়, আগের চাইতে সুন্দর করবো।

স্থানীয় প্রশাসনকে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।

“সব বুদ্ধি যে ওপর থেকে আসতে হবে এমন নয়” এই মন্তব্য করে তিনি স্থানীয় প্রশাসনগুলোকে নিজ উদ্যোগে বিভিন্ন সমস্যা সমাধানের পরামর্শ দিয়েছেন।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বা সেবা দেয়ার মতো কাজগুলোয় কে কত ভালো করতে পারে সে দিক থেকে জেলা প্রশাসনগুলোকে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করার আহ্বান জানান তিনি।

বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিশেষ মনোযোগী হওয়ার নির্দেশ দেন।

বন্যার মতো আকস্মিক পরিস্থিতি, কৃষকদের বীজ সংকটের মতো নানা বিষয়ে আগে থেকে তথ্য জানার ও প্রস্তুতি রাখারও ওপরও তিনি জোর দেন।

পাশাপাশি নতুন শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের মধ্যে বই শৃঙ্খলাবদ্ধভাবে বিতরণের নির্দেশনা দেন তিনি।