ঢাকা, মঙ্গলবার ০৭, জানুয়ারি ২০২৫ ২:২৮:০২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সবাইকে বই দিতে না পেরে শিক্ষা উপদেষ্টার দুঃখ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৫৩ পিএম, ১ জানুয়ারি ২০২৫ বুধবার

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ

বছরের প্রথম দিনে দেশের সব প্রান্তের সব শিক্ষার্থীর হাতে একযোগে নতুন বই তুলে দিতে না পেরে দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ।

আজ বুধবার ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে পাঠ্যবইয়ের অনলাইন ভার্সন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেয়ার সময় তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে দুঃখ প্রকাশ করেন।

সেইসঙ্গে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) অধীন শিক্ষার্থীদের জন্য বিনামূল্যের বই এখন থেকে আর বিদেশে ছাপানো হবে না বলেও জানিয়েছেন তিনি।

বই ছাপার ব্যবসাকে উন্মুক্ত ও সুশৃঙ্খল করা হবে জানিয়ে তিনি বলেন, এখন থেকে আর বিদেশে বই ছাপানো হবে না। দেশেই ছাপা হচ্ছে। উন্নতমানের ছাপা, কাগজ ও মলাটের ব্যবস্থা করা হবে।

এনটিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, এ বছর ৪১ কোটি বইয়ের চাহিদা থাকলেও ছয় কোটি বই ছাপানো গেছে। তবে জানুয়ারির মধ্যে সব বই ছাপানোর আশ্বাস দিয়েছে প্রতিষ্ঠানটি।

গত পাঁচই অগাস্ট সরকার পতনের পর পাঠ্যবই শুদ্ধ বা পরিমার্জন করা হয়েছে জানিয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, দলীয় রাজনীতি নিরপেক্ষভাবে যেন বইয়ে থাকে সেভাবেই পরিমার্জন করা হয়েছে।