বছরের প্রথম দিনে ঢাকার বায়ু ‘খুব অস্বাস্থ্যকর’
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৭:৫৮ পিএম, ১ জানুয়ারি ২০২৫ বুধবার
প্রতীকী ছবি
২০২৫ সালের প্রথম দিনে বিশ্বের ১২৫ শহরের মধ্যে বায়ুদূষণে শীর্ষ চার নম্বরে উঠে এসেছে ঢাকা। র্যাংকিংয়ে কিছুটা পেছালেও বায়ুদূষণ সূচকে ঢাকার বাতাসের স্কোর ২৩৫। অর্থাৎ ঢাকার বায়ু আজ খুবই অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে।
আজ বুধবার বেলা ১১টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্সের আইকিউএয়ার সূচক থেকে এ তথ্য পাওয়া গেছে।
বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ শীর্ষে রয়েছে জার্মানির শহর মিউনিখ। ২৬১ স্কোর নিয়ে শহরটির বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
তালিকার দুই নম্বরে আছে উগান্ডার কামপালা। শহরটির বাতাসের মানের স্কোর ২৪৫।
তৃতীয় অবস্থানে থাকা ভিয়েতনামের হ্যানয় শহরটির বাতাসের মান ২৪৪। শহরদুটির বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।
১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোর অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।