কুয়াশা ও শীতের যে পূর্বাভাস এলো বছরের প্রথম দিনে
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৮:০৩ পিএম, ১ জানুয়ারি ২০২৫ বুধবার
প্রতীকী ছবি
ঘন কুয়াশায় বিমান, নৌযান ও সড়কে যান চলাচল কিছুটা ব্যাহত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। নতুন বছরের প্রথমদিনে আবহাওয়ার পূর্বাভাসে তারা এই তথ্য জানিয়েছে।
বুধবার সকালে আবহাওয়া বিভাগ জানায়, আগামী অন্তত তিন দিন দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়বে। মধ্যরাত বা ভোর থেকে দুপুর পর্যন্ত থাকতে পারে এই কুয়াশা।
কুয়াশার কারণে সকালের দিকে শীতের অনুভূতি বাড়তে পারে। চট্টগ্রাম ও সিলেট বিভাগে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগে তাপমাত্রা সামান্য কমতে পারে।
বুধ থেকে শুক্রবার পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে আগামী পাঁচ দিনে তাপমাত্রা হালকা বাড়তে পারে বলেও জানানো হয়েছে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ বুধবার সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ১০ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস।