ঢাকা, মঙ্গলবার ০৭, জানুয়ারি ২০২৫ ২:২৯:৫৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রাবিতে বিক্ষোভ, প্রশাসনিক ভবনে তালা ঝোলাল শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৩ পিএম, ২ জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা বাতিলসহ তিন দফা দাবিতে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ১০টায় পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা।

এর আগে, সকাল ৯টা ৫০ মিনিট থেকে শিক্ষার্থীর প্রশাসন ভবন থেকে সবাইকে বের হয়ে যাওয়ার আহ্বান জানান। তবে প্রশাসন ভবনে কর্মরতরা বের হয়ে যাননি। অনেকেই ভেতরে প্রবেশ করতে পারেননি। এ নিয়ে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।


এদিকে, গতকাল বুধবার দুপুরে পোষ্য কোটা ৪ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ রাখার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার রাতে সেই সিদ্ধান্ত প্রত্যাখ্যান জানিয়ে রাবির প্রশাসনিক ভবনে অনির্দিষ্টকালের জন্য তালা দেওয়ার ঘোষণা দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।


এর আগে, মাসখানেক ধরে পোষ্য কোটা বাতিলের দাবিতে আন্দোলন করে আসছেন বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।