ঢাকা, মঙ্গলবার ০৭, জানুয়ারি ২০২৫ ২:০৬:২২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ফেসবুকে কত ভিউ হলে কত টাকা আয় হয়?

প্রযুক্তি ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৭ পিএম, ২ জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। মেটার অধীন এই প্ল্যাটফর্মটি কনটেন্ট ক্রিয়েটরদের জন্য আয়ের পথ খুলে রেখেছে। চাইলে ফেসবুক মনিটাইজেশন প্রোগ্রামে অংশ নিয়ে ফেসবুকে ভিডিও আপলোড করে আয় করা যায়। এজন্য মানসম্মত ভিডিও প্রকাশ করা জরুরি। জানুন ফেসবুকে প্রকাশিত ভিডিও কত ভিউ হলে কত টাকা আয় হয়?

ফেসবুক ভিডিওতে আয় কত?

অনেক ছোট বড় কোম্পানি বা প্রতিষ্ঠান রয়েছে যারা ফেসবুকে তাদের কোম্পানি বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেখানোর জন্য ফেসবুককে টাকা দিয়ে থাকে।

এর মধ্যে কিছু কিছু কোম্পানি বা প্রতিষ্ঠান বড় অংকের টাকা দেয় ফেসবুককে তাদের বিজ্ঞাপন দেখানোর জন্য। আবার কিছু কিছু কোম্পানি বা প্রতিষ্ঠান কম টাকা দেয় তাদের বিজ্ঞাপন দেখানোর জন্য।

এরপর ফেসবুক ওসব কোম্পানি বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপনগুলো পেজের বিভিন্ন ভিডিওতে দেখায়। যে কোম্পানি বেশি টাকা দিয়েছে ফেসবুককে সেই কোম্পানির বিজ্ঞাপন দেখালে ভিডিও থেকে বেশি আয় হয়।

আবার যে কোম্পানি কম টাকা দিয়েছে ফেসবুককে তাদের বিজ্ঞাপন দেখানোর জন্য, যখন সেই কোম্পানির বিজ্ঞাপনগুলো ভিডিওতে কম দেখানো হয় তখন কম টাকা আয় হয়।

দেখা যায় কখনো কখনো ১ লাখ ভিউতে ১০ হাজার টাকা আয় হয়। আবার কখনো কখনো কখনো দেখা যায় ১ লাখ ভিউতে ৫ হাজার টাকা আয় হয়।

ফেসবুক ভিডিওতে আয় বাড়ানোর উপায়

-আপনাকে অবশ্যই নিয়মিত রুটিন করে ভিডিও আপলোড করতে হবে।
-ভিডিও কোয়ালিটি দিন দিন বৃদ্ধি করতে হবে।
-পেজের ফলোয়ার বৃদ্ধি করতে হবে। সোশ্যাল মিডিয়াতে অ্যাকটিভ থাকতে হবে, কমেন্টের রিপ্লাই দিতে হবে, পেইড মার্কেটিং করতে পারেন।
-ব্র্যান্ডিং তৈরি করার জন্য, ইউটিউবসহ অ্যাকাউন্ট তৈরি করুন, ও নিয়মিত পোস্ট করুন।