রোদ উঠলেও বাড়ছে না পঞ্চগড়ের তাপমাত্রা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৩৩ পিএম, ৫ জানুয়ারি ২০২৫ রবিবার
সংগৃহীত ছবি
দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের ওপর দিয়ে টানা তিন দিন ধরে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। গত কয়েকদিন তাপমাত্রা সর্বনিম্ন থাকলেও আজ রবিবার সকালে দেখা মিলেছে রোদের। ঘন কুয়াশার দাপট কমে যাওয়ায় স্বস্তি মিলেছে কর্মজীবি মানুষের। তবে তাপমাত্রা এদিনও রয়েছে ৯ ডিগ্রির আশেপাশেই।
আজ সকাল ৯টায় তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্র থেকে সর্বনিম্ন ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। গতকাল শনিবার যা ছিল ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত শুক্রবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা ছিল চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।
জেলার বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায়, ঝলমলে রোদ ওঠায় আবহাওয়ার কিছুটা উন্নতি হয়েছে। আগের কয়েকদিনের মতো আজ কুয়াশা দ্রুতই কেটে গেছে। কমেছে শীতের মাত্রাও। খেটে খাওয়া মানুষেরও তাতে মিলেছে স্বস্তি। তবে সন্ধ্যা নামতেই শীতের প্রকোপ বাড়তে পারে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, এ জেলার ওপর দিয়ে পাহাড়ি হিম বাতাস বহমান রয়েছে। এর কারণে কুয়াশা কম থাকলেও সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শীতের অনুভূতি একটু বেশি হচ্ছে।