ঢাকা, বৃহস্পতিবার ০৯, জানুয়ারি ২০২৫ ১৩:৫৩:০১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

পুরানা পল্টনের ভবনের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০২ পিএম, ৭ জানুয়ারি ২০২৫ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর পুরানা পল্টনের চারতলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

এর আগে, মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৯টা ১৭ মিনিটে ওই ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত একটি ‘ল’ চেম্বারে আগুন লাগে বলে জানতে পারে ফায়ার সার্ভিস। তাৎক্ষণিক সেখানে উপস্থিত হয়ে সকাল সাড়ে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।


ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৯টা ১৭ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর ৯টা ২৪ মিনিটে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

তিনি বলেন, প্রথমে দুটি ইউনিট কাজ শুরু করলেও পরে আরও চারটি ইউনিট যোগ দেয়।


তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।