ঢাকা, বৃহস্পতিবার ০৯, জানুয়ারি ২০২৫ ২১:৩৭:০৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

তিব্বতে ভয়াবহ ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১২৬

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩২ পিএম, ৮ জানুয়ারি ২০২৫ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চীনের তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১২৬ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন আরো ১৮৮ জন। আজ বুধবার (৮ জানুয়ারি) চীনের সংবাদমাধ্যম সিনহুয়ার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রুশ সংবাদমাধ্যম তাস।
চীনের সেন্ট্রাল টেলিভিশন এর আগে জানিয়েছে, অন্তত ৯৫ জন নিহত ও ১৩০ জন আহত হয়েছে।
ভয়াবহ এ ভূমিকম্পে অনেক আবাসিক ভবন এবং অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। ৪০০ জনের বেশি উদ্ধারকারী ক্ষতিগ্রস্তদের অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টায় নিয়োজিত রয়েছে। 
ইতোমধ্যে ওই এলাকা থেকে কয়েকজনকে সরিয়ে নেয়া হয়েছে। দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় সম্ভাব্য সব ধরনের প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
এর আগে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, নেপালের সীমান্তবর্তী তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে ৭.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এর কেন্দ্রস্থল ছিল ১০ কিলোমিটার গভীরে এবং শিগাতসে শহরের ১৬৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম। ওই অঞ্চলে ৮০ হাজার লোকের বসবাস।