ঢাকা, শুক্রবার ১০, জানুয়ারি ২০২৫ ০:১৪:৪৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সাফারিকালে গন্ডারের সামনে ছিটকে পড়ল মা-মেয়ে! 

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:২৬ পিএম, ৮ জানুয়ারি ২০২৫ বুধবার

ভিডিও থেকে নেওয়া ছবি।

ভিডিও থেকে নেওয়া ছবি।

এক শিংওয়ালা গন্ডারের ঘর বলা হয় আসামের কাজিরাঙা ন্যাশনাল পার্ককে। সেখানে সাফারি করতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখে পড়লেন এক নারী এবং তার মেয়ে। বাগোরি রেঞ্জে সাফারি চলাকালীন গাড়ি থেকে ছিটকে একাধিক গন্ডারের সামনে পড়ে গেলেন তারা! তবে বরাত জোরে তারা বেঁচে গেছেন। 

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, একাধিক গন্ডার নিজেদের মতো ঘুরে বেড়াচ্ছে কাজিরাঙায়। পিছনে রয়েছে পরপর তিনটি পর্যটক ভরা সাফারির গাড়ি। সেই গাড়িগুলিই এক জায়গায় এসে ডান দিকে টার্ন নিতে যায়। সেই সময়ই একটি গাড়ি থেকে ছিটকে পড়েন দুজন। এক মা এবং তার মেয়ে। 

মাটিতে পড়ে যেতেই চিৎকার শুরু করেন দুজন। কান্নাকাটি শুরু করে বাচ্চাটি। কিন্তু তাদের সাহায্য করতে আসতে পারেনি কোনও গাড়ি। একটি গাড়ি কাছাকাছি আসতে চাইলেও দেখা যায় একটি গন্ডার কার্যত গাড়িটির দিকে তেড়ে আসে! তাতে তারা পিছু হটতে বাধ্য হয়। তবে অল্প কিছুক্ষণের মধ্যেই বরাত জোরে ওই দুজন নিজেদের গাড়িতে উঠে যেতে সক্ষম হয়। ফলে প্রাণে বেঁচে যান তারা। 

এই ধরনের সাফারি চলাকালীন মাঝেমধ্যেই এমন ঘটনার খবর আসে। এ ব্যাপারে একাধিকবার পর্যটকদের সতর্কও করা হয়েছে। একইসঙ্গে, সাফারি কর্তৃপক্ষকেও নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু কাজিরাঙা ন্যাশনাল পার্কের এই ঘটনা আবারও পর্যটকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলল। 

কেউ কেউ বলছেন, এইসব স্থানে পর্যটকদেরও কিছু ভুল থাকে। তারা অতিরিক্ত উচ্ছ্বসিত হয়ে নিয়ম লঙ্ঘন করে ফেলেন। সেটা উচিত নয়।