ঢাকা, শুক্রবার ১০, জানুয়ারি ২০২৫ ২:৪৫:৪১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

৬ ঘণ্টারও বেশি সময় ধরে মহাকাশে হাঁটবেন সুনীতা

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫১ পিএম, ৮ জানুয়ারি ২০২৫ বুধবার

সুনীতা উইলিয়ামস

সুনীতা উইলিয়ামস

আগামী ফেব্রুয়ারি মাসেও সুনীতা উইলিয়ামসরা পৃথিবীতে ফিরতে পারবেন না বলে আগেই জানিয়েছিল নাসা। এই খবরে বাকিরা চিন্তিত হলেও সুনীতা উইলিয়ামস এবং তার সহকর্মী নিক একেবারেই নন। ইতিমধ্যে নতুন বছরের প্রথম স্পেসওয়াক করার প্রস্তুতিও শুরু করে দিয়েছেন তারা। 

সুনীতা ও নিক আগামী ১৬ জানুয়ারি, বৃহস্পতিবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে বেরিয়ে স্পেসওয়াক করতে চলেছেন। সকাল ৭টায় শুরু হবে সেই স্পেসওয়াক এবং তা চলার কথা সাড়ে ৬ ঘণ্টা। তবে একবার নয়, ১৬ তারিখের পর আগামী ২৩ জানুয়ারিও দ্বিতীয় স্পেসওয়াক করতে চলেছেন তারা। 

নাসার তরফে এই স্পেসওয়াকের লাইভস্ট্রিম করা হবে। জানানো হয়েছে, স্পেসওয়াক করার জন্য বিশেষ লাল স্ট্রাইপ সুট পরবেন নিক এবং রেগুলার সুট পরবেন সুনীতা। দুজনেরই এটা প্রথম স্পেসওয়াক নয়। সুনীতা এই নিয়ে ৮ বার মহাকাশে হাঁটবেন, নিক চতুর্থবার। কোনও সাধারণ কারণে নয়, এই স্পেসওয়াক করার উদ্দেশ্য স্পেস স্টেশনের বাইরের সমস্ত যন্ত্রাংশের খুঁটিনাটি পরীক্ষা করা। এছাড়াও তারা মেরামতি করবেন টেলিস্কোপের। 

দীর্ঘদিন মহাকাশে থাকার ফলে মহাকাশচারীদের শারীরিক অবস্থার বেশ পরিবর্তন ঘটে। সুনীতাদের ক্ষেত্রেও তাই হয়েছে। ইতিমধ্যে ৬ মাসের বেশি সময় ধরে তারা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে আছেন। আশা ছিল ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে পৃথিবীতে ফিরে আসতে পারবেন তারা। কিন্তু তেমনটা হচ্ছে না। তাই তাদের শরীর কতটা ভাল থাকবে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। তাদের সাম্প্রতিক ছবি দেখেও অনেকে চিন্তিত হয়ে পড়েন। যদিও সুনীতারা স্পষ্ট করেছেন যে তারা একদম ভাল আছেন। 

ফেব্রুয়ারি হোক বা মার্চ, সুনীতারা যখনই পৃথিবীতে ফিরে আসুন তার আগে একাধিক প্রস্তুতি নিতে হবে তাদের। কারণ দীর্ঘ সময়ে স্পেসে থাকার কারণে মহাকাশচারীদের শরীর প্রায় মাধ্যাকর্ষণ শক্তি হারিয়ে ফেলে। হার্ট, লিভার, পাকস্থলী থেকে শুরু করে বেশিরভাগ অঙ্গে বদল আসে। তবে স্পেসওয়াকের মধ্যে দিয়ে 'বন্দিদশা' থেকে বেশ কয়েক মাস পর বেরোবেন সুনীতারা।