ঢাকায় যেমন থাকবে আজকের আবহাওয়া
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:৫৫ এএম, ১১ জানুয়ারি ২০২৫ শনিবার
সংগৃহীত ছবি
রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ দিনের তাপমাত্রা হালকা বাড়তে পারে। শনিবার (১১ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, এই সময়কালে আকাশ পরিষ্কার ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ ছাড়া উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, ঢাকায় এখন স্বাভাবিকভাবেই রাতের তাপমাত্রা কিছুটা কম থাকায় শীত অনুভূত হবে এবং দিনের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। শিগগিরই ঘন কুয়াশার সম্ভাবনা নেই।
তিনি আরও বলেন, এটি ঢাকা এবং আশপাশের বিভিন্ন এলাকার জন্য প্রযোজ্য। তবে দেশের উত্তরের জনপদসহ, ময়মনসিংহ ও সিলেটের কিছু অংশে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। এছাড়া এই অবস্থা শেষে সামান্য বিরতি দিয়ে পরবর্তী সময়ে আরও একটি শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা রয়েছে।