তেজগাঁওয়ে ট্রাকস্ট্যান্ডে আগুনে ক্ষতির পরিমাণ জানা গেলো
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:৫৭ এএম, ১২ জানুয়ারি ২০২৫ রবিবার
সংগৃহীত ছবি
রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকস্ট্যান্ডে লাগা আগুনে পাঁচটি গাড়ি ও ১২টি ওয়ার্কশপ ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার (১২ জানুয়ারি) তেজগাঁও ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার নাজিম উদ্দিন সরকার এ তথ্য জানান।
তিনি বলেন, প্রাথমিক ধারণা আগুনের সূত্রপাত শর্ট সার্কিট থেকে। এ ঘটনায় পাঁচটি গাড়ি ও ১২টি ওয়ার্কশপ ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে, সকাল ৮টা ৫ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। পরে ৮টা ১০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। ৮টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নির্বাপনে আরও আধা ঘণ্টা সময় লেগেছে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (মিডিয়া সেল) মো. তালহা বিন জসিম বলেন, ট্রাকস্ট্যান্ডের কাছে একটি গ্যারেজে আগুন লাগে। এটি আসলে একটি দোকান। আগুন নিয়ন্ত্রণে এসেছে।