ঢাকা, বৃহস্পতিবার ২৩, জানুয়ারি ২০২৫ ৪:১৫:২৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপের দৌড়ে টিকে রইল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক  

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:০৪ পিএম, ২২ জানুয়ারি ২০২৫ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

স্পিনারদের দাপুটে স্পেলে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশের মেয়েরা। তাতে ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার দৌড়ে টিকে রইল বাংলাদেশ। আগামী শুক্রবার বাংলাদেশ সময় রাতে তিন ম্যাচের সিরিজের শেষে ম্যাচে জিতলেই নিউজিল্যান্ডকে বাছাইপর্বে ঠেলে বিশ্বকাপের টিকিট কাটবে বাংলাদেশ।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে বাংলাদেশের মেয়েরা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে ৬০ রানে। টসে হেরে ব্যাটিং পাওয়া বাংলাদেশ ৪৮ দশমিক ৫ ওভারে অলআউট হয় ১৮৪ রানে। এই রান নিয়েই দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে ৩৫ ওভারে ১২৪ রানে অলআউট করে দেয় বাংলাদেশ।


বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার ৩০ রানে ৩ উইকেট নিয়েছেন। দুই লেগ স্পিনার রাবেয়া খান ও ফাহিমা খাতুন ও পেসার মারুফা আক্তার পেয়েছেন ২টি করে উইকেট। বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ৬৮ রান অধিনায়ক নিগার সুলতানার।


ভারতে আগামী আগস্ট-সেপ্টেম্বরে পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। আট দলের সেই বিশ্বকাপে সরাসরি জায়গা পাবে স্বাগতিক ভারতসহ চলমান উইমেন্স চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষ ৬ দল। ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় ওয়ানডেতে হারানোর পর বাংলাদেশের পয়েন্ট ২৩ ম্যাচে ২১। সব ম্যাচ (২৪টি) খেলে ফেলা নিউজিল্যান্ডেরও পয়েন্ট ২১। তবে কিউইরা নেট রান রেটে এগিয়ে থাকায় এখন ছয়ে আছে। বাংলাদেশ শেষ ম্যাচটি জিতলে তো বটেই ম্যাচটিতে ফল না হলেও টপকে যাবে নিউজিল্যান্ডকে, উঠে যাবে বিশ্বকাপে।


তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচটিতে হেরে গেলেও বিশ্বকাপে জায়গা করে নেওয়ার আরেকটু সুযোগ পাবে বাংলাদেশ। তখন ৬ দলের একটি বাছাইপর্বে খেলতে হবে। যেখান থেকে বিশ্বকাপে যাবে দুটি দল। যেখানে খেলতে হবে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ডের বিপক্ষে।