মালয়েশিয়ায় নারী ক্রিকেট দলকে সংবর্ধনা দিয়েছে হাইকমিশন
স্পোর্টস ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৮:৩৫ এএম, ২৩ জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
নারীদের বয়সভিত্তিক টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এখন মালয়েশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। দলটিকে সংবর্ধনা দিয়েছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সংবর্ধনার আয়োজন করে হাইকমিশন।
মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান ক্রিকেটারদের অভ্যর্থনা জানান। বাংলাদেশ দলের ১৮ জন ক্রিকেটার ছাড়াও বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম, কোচিং স্টাফের সদস্যরা, মালয়েশিয়ার জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সৈয়দ আজিজ ও বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাবৃন্দ সংবর্ধনায় উপস্থিত ছিলেন।
তরুণ ক্রিকেটারদের উদ্দেশে হাইকমিশনার তাঁর বক্তব্যে বলেন, বিশ্বের বুকে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি ও অন্য দেশের সঙ্গে সেতুবন্ধনের ক্ষেত্রেও বিশেষ ভূমিকা রেখে চলেছে বাংলাদেশের ক্রিকেট দল। এসময় তিনি বাংলাদেশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে তরুণ সমাজের অগ্রণী ভূমিকার কথা স্মরণ করেন। অন্তর্বর্তী সরকার ক্রীড়াক্ষেত্রে, বিশেষত মেয়েদের অংশগ্রহণ বৃদ্ধি করতে নানা উদ্যোগ নিচ্ছেন বলে উল্লেখ করেন হাইকমিশনার।
মালয়েশিয়ায় বাংলাদেশি খেলোয়াড়দের সফল অংশগ্রহণ এদেশের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে বলে আশা প্রকাশ করেন হাইকমিশনার। তিনি আসরে বাংলাদেশ দলের সাফল্য কামনা করেন।
সবশেষে ক্রিকেট দলের ক্যাপ্টেন সুমাইয়া ও বোর্ডের উর্দ্ধতন কর্মকর্তাগণ সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন।