শুক্রবার থেকে শিশু একাডেমিতে কিডস টাইম মেলা শুরু
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৩:৫৩ পিএম, ২৩ জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
শিশুদের ক্রিয়েটিভিটি উদযাপন করতে প্রতি বছরের মতো এবারও আয়োজিত হচ্ছে কিডস টাইম মেলা। আগামীকাল শুক্রবার থেকে রবিবার (২৪-২৬ জানুয়ারি) বাংলাদেশ শিশু একাডেমি চত্বরে সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত চলবে এ মেলা।
কিডস টাইমের এ আয়োজনে প্রায় ২৫ হাজার পরিবার অংশ নেবে বলে আশা করা যাচ্ছে।
মেলায় শিশুদের অংশগ্রহণে নাচ, গান, কবিতা আবৃত্তিসহ থাকবে আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
কিডস টাইমের প্রতিষ্ঠাতা তাহমিনা রহমান বলেন, “এই ইভেন্টের লক্ষ্য হল ৩-১২ বছর বয়সী শিশুদের শিক্ষা, স্বাস্থ্য এবং সুস্থতা নিয়ে কাজ করা
বিভিন্ন ব্র্যান্ড এবং উদ্যোগগুলিকে এক সাথে করা” । ৩ দিনব্যাপী এ কিডস টাইম মেলায় শিশুদের জন্য রয়েছে পাপেট শো, ম্যাজিক শো, ড্রইং, ক্রাফটিংসহ আরো অনেক ক্রিয়েটিভ এক্টিভিটি।
সাথে পুষ্টি ও নিরাপদ খাবার নিয়ে বিশেষ খেলা এবং আকর্ষণীয় পুরস্কার থাকছে বলেও জানান তিনি।
এবার পঞ্চমবারের মতো আয়োজিত হচ্ছে কিডস টাইম মেলা। অভিভাবকরা চাইলে সরাসরি অনলাইন থেকে মেলার রেজিস্ট্রেশন করতে পারবেন। পাশাপাশি শিশু একাডেমিতে মেলার যেকোনো দিন যেতে পারবেন। https://fair.kidstimebd.com - এই লিংকে গিয়ে কিডস টাইম মেলা ২০২৫ এর রেজিস্ট্রেশন করা যাবে।
আগ্রহী স্কুল কিডস টাইম মেলায় তাদের শিক্ষার্থীদের নিয়ে আসতে পারেন। স্কুলের জন্য থাকছে সম্পুর্ণ ফ্রি এন্ট্রি। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড কিডস টাইম ফেয়ার ২০২৫ এর মিডিয়া পার্টনার।