ঢাকা, শুক্রবার ৩১, জানুয়ারি ২০২৫ ০:৫১:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

একাই ৪ স্বর্ণ জয় করলেন নরসিংদীর উর্মি

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৮ এএম, ২৯ জানুয়ারি ২০২৫ বুধবার

সাদিয়া হোসেন উর্মি

সাদিয়া হোসেন উর্মি

বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের আয়োজনে ও ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সহযোগিতায় তারুণ্যের উৎসব আন্তঃজেলা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

৫টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ৬টি ব্রোঞ্জপদক পেয়ে চ্যাম্পিয়ন হয় গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা। ৪টি স্বর্ণ, ৩টি রৌপ্যপদক পেয়ে নরসিংদী জেলা ক্রীড়া সংস্থা রানার্সআপ হয়েছে। একাই ৪টি স্বর্ণপদক পেয়েছেন নরসিংদী জেলার সাদিয়া হোসেন উর্মি ।

প্রতিযোগিতার উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার ও ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি শরফ উদ্দিন আহমদ চৌধুরী। সমাপনী ঘোষণা করেন ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার বিভাগ) জনাব মেহেদী হাসান।