দুমাস পর আজ ভিসাসেবা চালু করছে আগরতলা হাইকমিশন
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:২৯ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার
![দুই মাস পর আজ থেকে আগরতলা হাই কমিশন পুনরায় ভিসা সেবা চালু করছে দুই মাস পর আজ থেকে আগরতলা হাই কমিশন পুনরায় ভিসা সেবা চালু করছে](https://www.womennews24.com/media/imgAll/2019January/Agartolajpg-02-2502050829.jpg)
দুই মাস পর আজ থেকে আগরতলা হাই কমিশন পুনরায় ভিসা সেবা চালু করছে
ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশন পুনরায় ভিসা ও কনস্যুলার সেবা চালু করতে যাচ্ছে আজ বুধবার থেকে। গতকাল মঙ্গলবার মিশনের প্রথম সচিব ও দূতালয় প্রধান মো. আল আমীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছিল।
এর আগে গত তেসরা ডিসেম্বর ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ মিশনের ভিসা ও কনস্যুলার সেবা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়।
গত দোসরা ডিসেম্বর সহকারী হাই কমিশনে হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সদস্যরা হামলা চালায় বলে বিবিসি বাংলাকে জানিয়েছিলেন আগরতলার বাংলাদেশের সহকারী হাই কমিশনের কর্মকর্তারা।
পরবর্তীতে নিরাপত্তাজনিত কারণে মিশনের কার্যক্রম বন্ধ করা হয়। একইসাথে আগরতলা ও কলকাতায় কূটনৈতিক মিশনের প্রধানদের ঢাকায় ফিরিয়ে আনা হয়।
পরে হামলার অভিযোগে সেখানে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।