আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হলো দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:৩৮ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার
আখেরী মোনাজাতের মধ্যমে শেষ হলো দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা
গাজীপুরের টঙ্গীতে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। বেলা ১২টার দিকে শুরু হয় আখেরি মোনাজাত।
মোনাজাতে ‘আমিন, আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে মুখরিত হয় তুরাগ তীর।
আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় লাখ লাখ মুসল্লি আকুতি জানান। অনেকে কেঁদে কেঁদে মহান আল্লাহর কাছে ক্ষমা চান। বিশ্ব শান্তির জন্য দোয়া করেন।
এর আগে, গত সোমবার আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ।
প্রতি বছরের মতো এবারও দুই পর্বে ইজতেমা হচ্ছে। তবে প্রথম পর্বে থাকছে দুই ধাপ। প্রথম ধাপ ৩১শে জানুয়ারি থেকে দোসরা ফেব্রুয়ারি এবং দ্বিতীয় ধাপ তেসরা ফেব্রুয়ারি থেকে পাঁচই ফেব্রুয়ারি।
দ্বিতীয় পর্বে অংশ নেবেন মাওলানা সা'দ কান্ধলভীর অনুসারীরা। সেই পর্ব অনুষ্ঠিত হবে ১৪ই ফেব্রুয়ারি থেকে ১৬ই ফেব্রুয়ারি পর্যন্ত।