অভিনেত্রী শাওন ও সাবাকে ছেড়ে দিয়েছে ডিবি
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:৩০ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২৫ শুক্রবার
![মেহের আফরোজ শাওন ও সোহানা সাবা মেহের আফরোজ শাওন ও সোহানা সাবা](https://www.womennews24.com/media/imgAll/2019January/91png-02-2502071730.jpg)
মেহের আফরোজ শাওন ও সোহানা সাবা
অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও সোহানা সাবাকে ছেড়ে দিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ-ডিবি। আজ শুক্রবার সন্ধ্যায় নিজ নিজ পরিবারের জিম্মায় তাদের ছেড়ে দেয়া হয় বলে জানিয়েছেন মহানগর পুলিশের মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান।
বৃহস্পতিবার সন্ধ্যার পরে শাওনকে তার ধানমন্ডির বাসা থেকে আটক করে ডিবি কার্যালয়ে আনা হয়। আর রাতে আনা হয় সাবাকে। জিজ্ঞাসাবাদের পর তাদের ছেড়ে দেওয়া হলো।
এর আগে মিজ শাওনকে আটকের পর ডিবির প্রধান রেজাউল করিম মল্লিক মিডিয়াকে বলেছিলেন, আমাদের কাছে খবর আছে সে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। সে অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে।
তাকে মামলায় গ্রেপ্তার দেখানো হবে কিনা এ প্রশ্নে তিনি জানান, এখনও এ বিষয়ে সিদ্ধান্ত হয়নি। সেটি পরে জানানো হবে।
জিজ্ঞাসাবাদে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার মতো কিছু পাওয়া গেছে কি না এমন প্রশ্নে আজ তালেবুর রহমান বলেন, কিছু গোয়েন্দা তথ্য যাচাই-বাছাই করার জন্য তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।