চট্টগ্রামে কলোনিতে আগুন, নিহত ২
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:২৭ এএম, ১০ ফেব্রুয়ারি ২০২৫ সোমবার
![সংগৃহীত ছবি সংগৃহীত ছবি](https://www.womennews24.com/media/imgAll/2019January/agun-2502100427.jpg)
সংগৃহীত ছবি
চট্টগ্রামের বলুয়ার দিঘি এলাকায় কলোনিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ধোঁয়ায় শ্বাসরোধে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও তিনজন। সোমবার (১০ ফেব্রুয়ারি) জেলার বলুয়ার দিঘি এলাকায় এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।