ঢাকা, বৃহস্পতিবার ১৩, ফেব্রুয়ারি ২০২৫ ১:১৩:১৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আজও ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ 

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৯ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিশ্বের ১২৫টি শহরের মধ্যে বায়ুদূষণে আজ ১৭২ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে ঢাকা।  বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।

এদিন ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে সাভারের হেমায়েতপুরে (১৯৭)।

তালিকায় এর পরেই রয়েছে মিরপুরের ইস্টার্ন হাউজিং (১৯২), মার্কিন দূতাবাস এলাকা (১৮১), শান্তা ফোরাম (১৭৭), আইসিডিডিআরবি (১৭৩), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (১৭২), কল্যাণপুর (১৭১), মাদানি এভিনিউ (১৬৯), গুলশান লেক পার্ক (১৬৯), পশ্চিম নাখালপাড়া সড়ক (১৬২) এলাকা। এসব এলাকায় আজ বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।  

আজ ২৪০ একিউআই স্কোর নিয়ে বিশ্বের শহরগুলোর তালিকায় শীর্ষে রয়েছে ভিয়েতনামের হ্যানয়। ২১১ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বসনিয়া হার্জেগোভিনার শহর সারায়েভো।  

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা ‘সহনীয়’ ধরা হয় বায়ুর মান। তবে স্কোর ১০১ থেকে ১৫০ থাকলে তা ‘সংবেদনশীল গোষ্ঠী’র (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।  

স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে সে বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।