অবশেষে তাহসানের বিয়ে নিয়ে মুখ খুললেন মিথিলা
বিনোদন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৫৫ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার
![সংগৃহীত ছবি সংগৃহীত ছবি](https://www.womennews24.com/media/imgAll/2019January/ta-mithi-2502120655.jpg)
সংগৃহীত ছবি
গেল মাসের শুরুতে বিয়ের পিঁড়িতে বসে সামাজিক মাধ্যম নেড়েচেড়ে দিয়েছিলেন তাহসান খান। এতে গায়ককে অভিনন্দন জানানোর পাশাপাশি সমালোচনাও করছিলেন কেউ কেউ। তবে মুখে তালা দিয়ে রেখেছিলেন তাহসানের প্রাক্তন রাফিয়াত রাশিদ মিথিলা। এবার কথা বললেন।
সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মিথিলা বলেন, বিয়ে নিয়ে আমার কিছুই বলার নাই। এটা নিয়ে কথা বলতেও চাই না। এটা যার যার ব্যক্তিগত বিষয়, এটা আমারও কোনো ব্যক্তিগত বিষয় না যে আমি কথা বলবো। যার জীবনের ঘটনা, এটা তার ব্যক্তিগত বিষয়। এখানে আমার কিছুই বলার থাকতে পারে না।
এর আগে মিথিলা বলেছিলেন, বিচ্ছেদ হয়ে গেলেও তাহসানের সঙ্গে বন্ধুত্ব রয়েছে। সন্তান থাকলে তার স্বার্থ আগে দেখতে হবে। সন্তানের মানসিক স্বাস্থ্য সর্বাগ্রে।
অভিনেত্রীর কথায়, আমি আয়রাকে দেখতে পেলাম না। আমি আর তাহসান লড়াই করলাম, এই ইগোর যুদ্ধে তো বাচ্চার ক্ষতি হবে। তাই তাহসানের সঙ্গে এখনও আমার বন্ধুত্ব রয়েছে। আমাদের প্রায়সই কথা হয় মেয়েকে নিয়ে।
প্রায় ১৮ বছর আগে ২০০৬ সালের ৭ আগস্ট বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাহসান খান ও অভিনেত্রী মিথিলা। ২০১৩ সালের ৩০ জুলাই তাদের ঘর আলোকিত করে আসে আইরা তাহরিম খান নামে এক কন্যা সন্তান। পরে ২০১৭ সালের ৪ অক্টোবর ফেসবুক পেজ থেকে তাহসান ও মিথিলা যৌথভাবে তাদের বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন।