ঢাকা, শনিবার ২২, ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৫৩:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ফাল্গুনে ভালোবাসায় ঘোরাঘুরি

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৫ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৫ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

হৃদয়ের ভাষা ভালোবাসা। শব্দ ছাড়াও নিজেকে অন্য একটি মানুষের কাছে উজাড় করে বহিঃপ্রকাশের এক মাধ্যম ভালোবাসা। তাই তো ভালোবাসতে না লাগে কোনো সময়, দিনক্ষণ কিংবা কোনো শর্ত। হাজারও বাধা-বিপত্তি পেরিয়ে মানুষ ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়। শুধু বিশেষ একজনকে নিজের করে পেতে কত না আয়োজন। তাই বুঝি ভালোবাসার জন্যই আছে বিশেষ একটি দিন, বিশ্ব ভালোবাসা দিবস।

ভালোবাসার রংকে আরেকটু গাঢ় করতে তার সঙ্গে যুক্ত হয় ফাল্গুনের হাওয়া। খোঁপা জড়ানো কাঁচা হলুদ গাঁদা ফুলের সঙ্গে লালচে শাড়িতে নারী সাজায় নিজেকে পরম যত্নে।

কাঁচা ফুলের ঘ্রাণে ভরে ওঠে চারপাশ। প্রিয়ার সৌন্দর্যের সঙ্গে মিল রেখে পুরুষ পরেন পাঞ্জাবি। সাদার শুভ্রতায় কিংবা ভালোবাসার আবির রঙের ছোঁয়া থাকে তাতে। দিনটিকে আরেকটু স্মৃতিমধুর করতে থাকে দিনভর কতশত পরিকল্পনা। ব্যস্ত এ জীবনে নিজেকে সময় দেওয়াই যেখানে কঠিন, সেখানে প্রিয় মানুষটিকে নিয়ে হারিয়ে যাওয়া অনেকটাই কল্পনা।

তাই নিজেকে এবং কাছের মানুষটিকে একান্ত কিছু সময় দিতে ঢাকার আশপাশে কিংবা এক দিনের ভ্রমণ পরিকল্পনা করে নিতে পারেন আগেভাগেই। যদি ঢাকার বাইরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন তবে আগেভাগেই টিকিট কাটা, রুম বুকিংসহ বড় কাজগুলো গুছিয়ে রাখুন, এতে করে সময় বাঁচবে আর খুব আরামের সঙ্গে ভ্রমণ আপনি উপভোগ করতে পারবেন। অনেকেই আছেন যারা কোলাহল থেকে একটু দূরে মুক্ত আকাশে প্রিয় মানুষের কাঁধে মাথা রেখে উপভোগ করতে চান কিছুটা সময়, তাদের ক্ষেত্রে রিসোর্ট হতে পারে এ ভালোবাসা দিবসের ঘুরতে যাওয়ার অন্যতম একটি জায়গা।

এ ক্ষেত্রে ঢাকার আশপাশে কিংবা ঢাকার বাইরে পেয়ে যাবেন সময় কাটানোর আর সবুজের মাঝে হারিয়ে যাওয়ার জন্য মনোরম রিসোর্ট। অন্যদিকে যাদের হাতে সময় একেবারেই কম তারা ঢাকার আশপাশে একদিনে ঘুরে আসার মতো বেশ কিছু জায়গা পেয়ে যাবেন। এ ক্ষেত্রে পুরোনো রাজবাড়ীর হারিয়ে যাওয়া সভ্যতার মাঝে কাটাতে পারেন একটি দিন।

সোনারগাঁ আর পানাম জাদুঘর খুব কাছে হওয়াতে একটি পুরো দিন সেখান থেকেও ঘুরে আসতে পারেন। আহসান মঞ্জিল কিংবা মহেরা জমিদার বাড়ি, মৈনট ঘাট, বালিয়াটি জমিদার বাড়িও রাখতে পারেন এ তালিকায়। ফুলের মাঝে সময় কাটাতে যেতে পারেন গোলাপ গ্রাম। প্রিয় মানুষটির সঙ্গে কিছুটা সময় কাটাতে পারেন একান্তে একবারে নিজের মতো করে।