ঢাকা, শনিবার ২২, ফেব্রুয়ারি ২০২৫ ০:২৫:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

হাসপাতালে শাকিরা 

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২০ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গুরুতর অসুস্থ কলম্বিয়ান পপতারকা শাকিরা। হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। পাকস্থলির জটিলতায় ভুগছেন গায়িকা। পেরুর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানায়, শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তীব্র পেটব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন শাকিরা। অসুস্থতার কারণে রোববার (১৬ ফেব্রুয়ারি) ও সোমবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিতব্য তাঁর কনসার্ট স্থগিত করা হয়েছে।

অসুস্থতার খবর সামাজিকমাধ্যম এক্স (টুইটার) হ্যান্ডেলে নিজেই জানান এই পপতারকা। ওই পোস্টে তিনি লেখেন, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি, গত রাতে হঠাৎ পেটব্যথার কারণে আমাকে জরুরি বিভাগে যেতে হয়েছিল। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছি।’

শাকিরা আরও জানান, বর্তমানে তিনি পারফর্ম করার মতো অবস্থায় নেই। চিকিৎসকরা তাঁকে সম্পূর্ণ বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন।

তবে যতই স্বাস্থ্য খারাপ হোক বা হাসপাতালে চিকিৎসাধীন থাক না কেন, শাকিরা জানিয়েছেন যে শিগগিরই তিনি স্টেজে ফিরবেন। আশা করছেন, আজ সোমবারের (১৭ ফেব্রুয়ারি) মধ্যেই তিনি ছাড়া পেয়ে যাবেন। তারপর আবারও তার এই সুরেলা সফরে যোগ দিবেন।

সব ঠিক থাকলে শিগগিরই পুনর্নির্ধারিত সময়েই পেরুতে পারফর্ম করবেন। তারপর কলম্বিয়া সফরে যাবেন একাধিক শোয়ের উদ্দেশে।