ঢাকা, শনিবার ২২, ফেব্রুয়ারি ২০২৫ ৪:৩৫:৪৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

স্বাস্থ্যকর ও উজ্জ্বল ত্বক পেতে মেনে চলুন ৭টি পদ্ধতি

লাইফস্টাইল ডেস্ক 

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৭ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মুখের ত্বককে সুন্দর ও উজ্জ্বল করতে আমাদের চেষ্টার অন্ত নেই।  এর জন্য বিভিন্ন নামীদামী প্রসাধনী থেকে শুরু বিভিন্নভাবে আমরা অনেক টাকা খরচ করি। স্বাস্থ্যকর  উজ্জ্বল ত্বক পেতে সকালে ত্বক পরিচর্যা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর এই কাজটি আপনি আপনার ঘরে থাকা বিভিন্ন উপকরণ দিয়েই সুন্দরভাবে করতে পারেন।

চলুন আজকে জেনে নেওয়া যাক এমন সাতটি পদ্ধিতি সম্পর্কে।

১. মধু এবং লেবু দিয়ে মুখ পরিষ্কার করা

উপকরণ: মধু, লেবুর রস

ব্যবহার: এক চামচ মধুর সাথে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। এই মিশ্রণটি আঙুল দিয়ে আপনার ভেজা মুখে ১-২ মিনিট ধরে গোলাকারভাবে ম্যাসাজ করুন। মধু ত্বকে অ্যান্টি-ব্যাকটেরিয়া প্রদানে সহায়তা করে এবং লেবু ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে। এরপর গরম জলে মুখ ধুয়ে নিন।

২. ওটমিল স্ক্রাব ব্যবহার 

উপকরণ: ওটস, দই, মধু

ব্যবহার: এক চামচ ওটসের সাথে এক চামচ দই এবং মধু মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই স্ক্রাবটি হালকা হাতে আপনার মুখে ঘষুন, যাতে মৃত ত্বক কোষগুলি উঠে আসে। ওটস ত্বককে শান্ত করে এবং দই ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে।

৩. শসা ও গোলাপজলের টোনার ব্যবহার

উপকরণ: শসার রস, গোলাপ জল

ব্যবহার: শসার রস বের করে তাতে ১-২ চামচ গোলাপ জল মিশিয়ে নিন। এই মিশ্রণটি তুলোর মাধ্যমে আপনার মুখে মাখুন। শসা ত্বককে হাইড্রেট করে এবং গোলাপ জল ত্বককে টাইট করে।

৪. অ্যালোভেরা জেল দিয়ে হাইড্রেশন

উপকরণ: তাজা অ্যালোভেরা জেল

ব্যবহার: টোনিংয়ের পর একটি পাতলা স্তরে তাজা অ্যালোভেরা জেল মুখে লাগান। অ্যালোভেরা ত্বককে শান্ত করে এবং অ্যালার্জি বা চামড়া লাল হওয়ার সমস্যা কমায়।

৫. নারকেল তেল দিয়ে ময়েশ্চারাইজিং

উপকরণ: অর্গানিক নারকেল তেল

ব্যবহার: এক চামচ নারকেল তেল নিয়ে হাতের তালুতে গরম করে নিন এবং মুখে ভালভাবে ম্যাসাজ করুন। এটি ত্বককে গভীরভাবে ময়েশ্চারাইজ করে এবং শুষ্ক ত্বককে হাইড্রেট করে।

৬. সাধারণ সানস্ক্রীন ব্যবহার

উপকরণ: জিঙ্ক অক্সাইড সানস্ক্রীন

ব্যবহার: রোদে বের হওয়ার আগে সানস্ক্রীন লাগানো অত্যন্ত জরুরি। জিঙ্ক অক্সাইড ভিত্তিক সানস্ক্রীন সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে ত্বককে সুরক্ষিত রাখে। মুখ এবং গলা ভালোভাবে লাগান।

৭. গ্রীন টি 

উপকরণ: গ্রীন টি, গোলাপ জল, গ্লিসারিন

ব্যবহার: গ্রীন টি তৈরি করে ঠাণ্ডা হওয়ার পর গোলাপ জল ও গ্লিসারিন মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে মুখে স্প্রে করুন। গ্রীন টি ত্বককে শান্ত করে এবং গ্লিসারিন ত্বকে আর্দ্রতা বজায় রাখে।