ঢাকা, শনিবার ২২, ফেব্রুয়ারি ২০২৫ ১০:০১:৫৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বইমেলায় আইরীন নিয়াজী মান্নার ছড়ার বই ‘টুটুলের কাছে চিঠি’

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০৩ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার

একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে সাংবাদিক ও শিশুসাহিত্যিক আইরীন নিয়াজী মান্নার ছড়ার বই ‘টুটুলের কাছে চিঠি’।

একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে সাংবাদিক ও শিশুসাহিত্যিক আইরীন নিয়াজী মান্নার ছড়ার বই ‘টুটুলের কাছে চিঠি’।

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে সাংবাদিক ও শিশুসাহিত্যিক আইরীন নিয়াজী মান্নার ছড়ার বই ‘টুটুলের কাছে চিঠি’। বইটি প্রকাশ করছে কিশোর লেখা প্রকাশন। বইমেলার শুরু থেকেই বইটি বইমেলার সপ্তডিঙ্গার স্টলে (সোহরাওয়ার্দী উদ্যানে ৩৮৬-৮৭ নম্বর) পাওয়া যাচ্ছে। 

সাড়ে তিন ফর্মার বইটির প্রচ্ছদ ও চাররঙা অলঙ্করণ করেছেন দেশের বিখ্যাত প্রচচ্ছদশিল্পী ধ্রুব এষ। বইটির মূল্য ২৮০ টাকা। এটি লেখকের ত্রিশতম বই। 
  
আইরীন নিয়াজী মান্না প্রায় চার দশক ধরে লিখছেন। সেই ছেলেবেলায় ছড়ার মাধ্যমে সাহিত্যচর্চা শুরু করেন মান্না। তারপর সাহিত্যের নানা শাখায় কাজ করেছেন। তিনি মূলত ছোটদের জন্য গল্প, কিশোর কবিতা ও পাখি বিষয়ক প্রবন্ধ  লিখে থাকেন। এছাড়াও বড়দের জন্য গল্প, কবিতা ও বিভিন্ন বিষয়ে গবেষণাবিষয়ক প্রবন্ধ লেখেন। বর্তমানে দেশের প্রথম নারীবিষয়ক অনলাইন পত্রিকা উইমেননিউজ২৪.কম-এ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। 

‘টুটুলের জন্য চিঠি’ মান্নার নবম ছড়ার বই। একজন অভিজ্ঞ ছড়াশিল্পী হিসেবে চমৎকার শিল্প-সুতোর বুননে তিনি সৃষ্টি করেছেন এই বইয়ের প্রতিটি শব্দ। বইটিতে মোট ২৪টি ছড়া রয়েছে। টুটুল নামে অকালে হারিয়ে যাওয়া নিজের বোনের স্মৃতি নিয়ে লেখা হয়েছে বইয়ের কয়েকটি ছড়া। একটি ছোট্ট শিশুর মনে আপনজনকে অসময়ে হারানোর যে বেদনা-যন্ত্রণা তা স্পষ্ট হয়ে ফুটে উঠেছে ছড়াগুলোতে। এর পাশাপাশি বইটিতে লেখক সমাজের নানা চিত্র তুলে ধরেছেন তার বইয়ে।দেশপ্রেম, গাছ-পাখি-প্রকৃতি, মায়ের প্রতি ভালোবাসা চিত্রিত হয়েছে ছড়াগুলোতে।

আইরীন নিয়াজী মান্না চমৎকার ভাষাশৈলী ও ছন্দ ব্যবহারের মাধ্যমে দারুণভাবে উপস্থাপন করেছেন ছড়াগুলোকে। মান্নার ভাষা সহজ-সরল এবং প্রাণঞ্জল। ছোটদের বোধের বাইরে বড়দেরও তা আকৃষ্ট করে। স্বচ্ছ-সুন্দর ছন্দের খেলা, সরল ও গতিশীল ভাষার ব্যবহার, চমৎকার উপমা-অলঙ্করণ ও অন্তমিলের ব্যবহার বইয়ের প্রতিটি ছড়াকে নান্দনিকতা দিয়েছে। চাররঙের চমৎকার প্রচ্ছম ও অলংকরণ বইটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে। ছোট-বড় সকল পাঠকের ছড়াগুলো পড়ে ভালো লাগবে।