ঢাকা, শনিবার ২২, ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩৫:৪৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নিরাপত্তা ইস্যুতে ‘বৃহৎ উন্মুক্ত কনসার্ট’ স্থগিত

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২২ এএম, ২১ ফেব্রুয়ারি ২০২৫ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আয়োজিত ‘রিবিল্ডিং দ্য নেশন’ কনসার্টটি হঠাৎ করেই একদিন আগে স্থগিত করা হয়েছে। 

আগামী ২২ ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলা মাঠে কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। 

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে স্থগিতের বিষয়টি জানানো হয়েছে। তবে ঠিক কি কারণে কনসার্টটি স্থগিত করা হলো সে বিষয়টি দায়িত্বশীল কারও বক্তব্য পাওয়া যায়নি।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছিল, ‘রিবিল্ডিং দ্য নেশন’ কনসার্টে গান গাইবেন নগর বাউল জেমস, ব্যান্ড চিরকুট, আর্টসেল, সোনার বাংলা সার্কাস, বেঙ্গল সিম্ফনি, বাংলা ফাইভ, ক্রিপটিক ফেইট, কুঁড়েঘর, কাকতাল, সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান প্রমুখ।

কনসার্টটি স্থগিত করার পর আয়োজকরা জানান, নিরাপত্তা ইস্যুতে আপাতত স্থগিত করা হয়েছে তবে কখন কনসার্টটি হবে তা নিয়ে বিস্তারিত জানা যায়নি। পরে বিস্তারিত জানানো হবে বলে আয়োজকদের একজন জানিয়েছেন। 

এর আগে, আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, ‘রিবিল্ডিং দ্য নেশন’ কনসার্টটি বাংলাদেশের ইতিহাসে অন্যতম বৃহৎ উন্মুক্ত কনসার্ট হতে যাচ্ছে। কনসার্ট ভেন্যুতে কয়েক লাখ মানুষ একসঙ্গে নিরাপদে গান শুনতে পারবে। তাদের সামনে দেশের বিভিন্ন ব্যান্ড গান পরিবেশন করবে। আমরা দেশীয় শিল্পীদের নিয়ে কনসার্টের লাইনআপ সাজিয়েছি; যারা আন্দোলনের সময় নিজেদের ক্যারিয়ারের চিন্তা না করে আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছিলেন।