ঢাকা, শুক্রবার ২৮, ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৩২:০০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দুবাইয়ে খেলতে নামছে আজ ‘নতুন বাংলাদেশ’

স্পোর্টস ডেস্ক 

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩০ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশ নারী ফুটবল দল এখন দুবাইয়ে। আজ (বুধবার ) বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় আরব আমিরাতের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলবে লাল-সবুজ জার্সিধারী মেয়েরা। দ্বিতীয় ম্যাচ ২ মার্চ। সেটি অনানুষ্ঠানিক।

বাংলাদেশ নারী ফুটবল দলের এই সফর কোচ পিটার বাটলারের জন্য বিশাল এক চ্যালেঞ্জ। বিদ্রোহ করা ১৮ ফুটবলারকে বাদ দিয়ে বেশিরভাগ নতুন খেলোয়াড় নিয়ে দল গঠন করেছেন এই ইংলিশ কোচ।


সংযুক্ত আরব আমিরাত র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে কিছুটা এগিয়ে। তবে সাম্প্রতিক সময়ে মাঠের পারফরম্যান্সে অনেক ভালো করছে বাংলাদেশ। তবে সাবিনাসহ সিনিয়র ফুটবলারদের বাইরে রেখে তৈরি করা দল নিজেদের কতটা প্রমাণ করতে পারবে, সেটাই দেখার।

এই ম্যাচ দিয়ে লম্বা বিরতির পর মাঠে নামছে বাংলাদেশ। গত বছর ৩০ অক্টোবর কাঠমান্ডুতে নেপালের বিপক্ষে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর আর কোনো ম্যাচ খেলা হয়নি জাতীয় দলের। চার মাস পর মাঠের নামার প্রস্তুতির জন্য নারী ফুটবল দলের অনুশীলন শুরু হয়েছিল ১৫ জানুয়ারি। তবে পিটার বাটলালের অধীনে অনুশীলনে অংশ নেয়নি ১৮ ফুটবলার। তাই তাদের বাদ দিয়ে যে দল গঠন করা হয়েছে সেই দলকে ‘নতুন বাংলাদেশ’ই বলা যায়।


এই দলে গত সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া ফুটবলার আছেন মাত্র ৮ জন। জাতীয় দলে পুরোপুরি নতুন মুখও আটটি। বেশিরভাগ নতুন খেলোয়াড়ের অবশ্য বয়সভিত্তিক দলে খেলার অভিজ্ঞতা আছে।


বাংলাদেশ-আমিরাত জাতীয় দল কখনো মুখোমুখি হয়নি। তবে বয়সভিত্তিক পর্যায়ে তিন সাক্ষাতেই জয় বাংলাদেশের। তিনটিই ঢাকায়। ২০১৪ সালে এএফসি অনূর্ধ্ব-১৬ বাছাইয়ে ৬-০, ২০১৮ সালে একই টুর্নামেন্টে ৭-০ এবং ২০১৯ সালে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে ২-০ ব্যবধানে জিতেছিল বাংলাদেশের মেয়েরা।