ঢাকা, শুক্রবার ২১, মার্চ ২০২৫ ১০:২২:১২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ধ*র্ষ*ণে অভিযুক্তকে পুলিশের কাছ থেকে কেড়ে নিয়ে গণপিটুনি

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২০ এএম, ১৯ মার্চ ২০২৫ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর খিলক্ষেতের মধ্যপাড়া এলাকায় পুলিশের গাড়িতে হামলা করে ছিনিয়ে নিয়ে ধ*র্ষ*ণে অভিযুক্ত এক যুবককে পিটিয়েছে স্থানীয়রা। 

ওই ব্যক্তিকে থানায় নেয়ার সময় পুলিশের গাড়িতে হামলা করে পুলিশ সদস্যদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এ ঘটনায় খিলক্ষেত থানার ওসিসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ মার্চ) রাতে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন এসব তথ্য জানান।


ওসি জানান, খিলক্ষেতের মধ্যপাড়া এলাকায় ধ*র্ষ*ণের অভিযোগে এক যুবককে মারপিট করছিল স্থানীয়রা। খবর পেয়ে অভিযুক্ত যুবককে আটক করে খিলক্ষেত বাজারে নিয়ে এলে স্থানীয় কয়েকশো লোক পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এতে পুলিশের গাড়ি ভাঙচুর এবং পুলিশ সদস্যরা আহত হন। হামলায় ওসি, ইন্সপেক্টর তদন্তসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে অভিযুক্ত ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানিয়েছেন খিলক্ষেত থানার ওসি।