ঢাকা, রবিবার ৩০, মার্চ ২০২৫ ৫:০৭:০৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ঢাকায় স্টারলিংকের পরীক্ষামূলক ব্যবহার শুরু ৯ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১০ এএম, ২৪ মার্চ ২০২৫ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকায় আগামী ৯ এপ্রিল স্টারলিংকের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হতে যাচ্ছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এ তথ্য জানিয়েছে।

রবিবার (২৩ মার্চ) ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, ‘৯ এপ্রিল আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ইন্টারকন্টিনেন্টাল হোটেল স্টারলিংকের কাভারেজের আওতায় থাকবে।’

তিনি আরো জানান, ‘আমরা বিভিন্ন সংস্থার সঙ্গে স্টারলিংকের কার্যক্রম নিয়ে কাজ করছি এবং ওই দিনটি আমাদের জন্য টেস্ট ডে বা ডেমো ডে হিসেবে কাজ করবে।’

বিনিয়োগ সম্মেলনে স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক আসবেন কিনা, এমন প্রশ্নের জবাবে বিডা চেয়ারম্যান বলেন, “তিনি এলে ইতোমধ্যে সবাই জেনে যেতেন। এখন পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে। ৯০ দিনের মধ্যে পুরোপুরি কার্যক্রম চালু করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।”

ঢাকা আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন ৭ থেকে ১০ এপ্রিল অনুষ্ঠিত হবে, যেখানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ৯ এপ্রিল উদ্বোধন করবেন।

আশিক চৌধুরী বলেন, ‘আমরা পাঁচটি প্রধান খাতে বিনিয়োগের সুযোগ তুলে ধরব: নবায়নযোগ্য শক্তি, ডিজিটাল অর্থনীতি, পোশাক ও টেক্সটাইল, স্বাস্থ্যসেবা ও ফার্মা এবং কৃষি প্রক্রিয়াজাতকরণ।’

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এবং বিডার ব্যবসা উন্নয়ন বিভাগের প্রধান নাহিয়ান রহমান রচি উপস্থিত ছিলেন।