ঢাকা, বুধবার ০২, এপ্রিল ২০২৫ ২০:৩৫:০৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বাংলাদেশের স্বাধীনতার সাজে সেজেছে গুগল

প্রযুক্তি ডেস্ক 

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪০ পিএম, ২৬ মার্চ ২০২৫ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আজ ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। দিবসটি উপলক্ষে বিশেষ ডুডল প্রকাশ করেছে গুগল। এতে দেশের জাতীয় পতাকা প্রদর্শিত হচ্ছে। ডুডলে ক্লিক করলে স্বাধীনতা সম্পর্কিত নানা তথ্য জানা যাচ্ছে।

গুগল ডুডল হলো গুগল কর্তৃক ডিজাইনকৃত কোনো বিশেষ দিন, বিশেষ ঘটনা, অর্জন বা বিখ্যাত কোনো ব্যক্তির জন্ম-মৃত্যুবার্ষিকী স্মরণ করতে গুগলের প্রধান পাতায় তাদের লোগোর পরিবর্তে ব্যবহৃত শিল্পসম্মত লোগো। যেটি কোনো বিশেষ দিনে গুগলের প্রধান পাতায় তাদের নিজস্ব লোগোর পরিবর্তে ব্যবহার করা হয়। 

গুগলের হোমপেজে প্রবেশ করলেই শোভা পাচ্ছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা সম্বলিত একটি বিশেষ ডুডল। নীল-সাদা আকাশে লাল-সবুজের পতাকা ঢেউ খেলে উড়তে দেখা গেছে। যার নিচেই ইংরেজিতে গুগল লেখা রয়েছে।

ডুডলের ওপর ট্যাপ করলে লেখা উঠছে ‘বাংলাদেশ ইনডিপেনডেন্স ডে ২০২৫’। এতে ক্লিক করার পর স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা দিবসের ইতিহাস ও সংশ্লিষ্ট ইতিহাসসংবলিত ওয়েবসাইটগুলো প্রদর্শন করছে।

২০১৩ সালে প্রথমবার বাংলাদেশের স্বাধীনতা দিবসের সম্মানে ডুডল তৈরি করে গুগল।